সংক্ষিপ্ত

ইজরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিয়াহু বলেছেন, হামাস জঙ্গি গোষ্ঠীর যুদ্ধের জন্য সম্ভাব্য বিকল্পগুলির মধ্যে একটি হল গাজা উপত্যতায় একটি পারমাণবিক বোমা ফেলার।

 

ইজরায়েল - প্যালেস্টাইন দ্বন্দ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের মোড় নিতে পারে- ইজরায়েলের হেরিটেজ মন্ত্রীর বয়ানকে কেন্দ্রকে তেমনই জল্পনা শুরু হয়েছে বিশ্বজুড়ে। কারণ পারমণবিক বোমা নিক্ষেপণের কথা বলেছেন। যদিও মন্ত্রীর এই মন্তব্যের কড়়া প্রতিক্রিয়া দিয়েছেন ইজরায়েলের প্রধান বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে হামাস বা প্যালেস্টাইনের পক্ষ থেকে কিছুই জানান হয়নি।

ইজরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিয়াহু বলেছেন, হামাস জঙ্গি গোষ্ঠীর যুদ্ধের জন্য সম্ভাব্য বিকল্পগুলির মধ্যে একটি হল গাজা উপত্যতায় একটি পারমাণবিক বোমা ফেলার। ইজরায়েলের ওটজমা ইহুদি দলের সদস্য ইলিয়াহু একটি রেডিও সাক্ষাৎকারে এই বিবৃতি দিয়েছেন। কিন্তু মন্ত্রীর এই বয়ানের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এই মন্তব্যের কোনও বাস্তব ভিত্তি নেই। তিনি আরও বলেছেন, ইজরায়েল ও দেশের সেনাবাহিনী নিরাপরাধ মানুষদের ক্ষতি এড়াতে আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ মান অনুযায়ী কাজ করছে। তিনি আরও বলেছেন, যুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাবে ইজরায়েল।

যদিও নিউক্লিয়ার বোমা নিয়ে মন্ত্য করে দেশের মধ্যেই প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে ইজরায়েলের মন্ত্রীকে। ইজরায়েলের বিরোধী দলের নেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডও ইলিয়াহুর সমালোচনা করেছেন। বলেছেন মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীনতার জন্য তাঁকে অবিলম্বে বরখাস্ত করা উচিৎ।

ইজরায়েলের একটি সংবাদপত্র আগেই জানিয়েছেন, গাজার বাসিন্দাদের আগেই নাৎসি বলে মন্তব্য করেছিলেন ইলিয়াহু। গাজা স্ট্রিপে মানবিক সাহায্য পাঠানোর বিষয়েও তিনি তীব্র আপত্তি জানিয়েছিলেন। বলেছিলেন গাজা উপত্যকায় কোনও সাধারণ মানুষ নেই, সকলেই জঙ্গি। তিনি সাধারণ মানুষকেও হামাসের সঙ্গে এক করে দেখানোর চেষ্টা করেছিলেন। তিনি গাজা উপত্যকা পুনরুদ্ধার ও সেখানের বসতি পুনরুদ্ধার করার স্বপ্নে এখনও বিভোর রয়েছেন। মন্ত্রী কিছুতেই মানতে নারাজ গাজার বাসিন্দারা সকলেই হামাস জঙ্গি নয়। তিনি আরও বলেছেন, গাজাকে ইজরায়েলের দখলে আনার পরই প্যালেস্টাইনীয়দের আয়ারল্যান্ড বা মরুভূমিকে পাঠিয়ে দেওয়া হবে। সেখানেই তারা নিজেদের সমস্যা সমাধান করে নেবে।

২০০৭ সাল থেকে হামাসরা গাজা উপত্যকার ক্ষমতা দখল করে রয়েছে। এই অঞ্চলটি কয়েক দশক ধরেই প্যালেস্টাইনীয় ও ইজরায়েলিদের মধ্যে একটি সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। মাঝেমাঝেই গাজাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ।

রেডিও সাক্ষাৎকারে ইলিয়াহু বলেছেন, উত্তর স্ট্রিপে হামাসদের আর কোনও অধিকার নেই। যে ব্যক্তিরা প্যালেস্টাইনীয় বা হামাসের পতাকা নিয়ে ঘুরছে তাদের মুখ আর পৃথিবীতে দেখা যাবে না। ইলিয়াহুর এই মন্তব্য এমন সময় করেছেন, যখন ইজরায়েলের হামলায় বিপর্যস্ত গাজা। দেশে জল, খাবার আর ওষুধের প্রবল সংকট। ইজরায়েলের বিমান হানায় গাজা স্ট্রিপ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনও পর্যন্ত এই যুদ্ধে ৯ হাজার প্যালেস্টাইনের বাসিন্দার মৃত্যু হয়েছে। ইজরায়েলের ১৪০০ জনের মৃত্যু হয়েছে।

আরও পডুনঃ

Video: হামাসের হামলার আরও একটি ভয়ঙ্কর ভিডিও, ৭ অক্টোবর হত্যার ভিডিওটি দেখুন

মহাকাশে মহাজাগতিক বিস্ফোরণে কি ধ্বংস হয়ে যাবে পৃথিবী? কী বলছেন মার্কিন গবেষকরা

Pakistan Attack: পাকিস্তানে জঙ্গি হামলা, এবার টার্গেট সেনা বাহিনীর বিমান ঘাঁটি