সংক্ষিপ্ত

বিশ্বের অন্যতম বৃহৎ তথ্য-প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট। সারা বিশ্বের বহু সংস্থা মাইক্রোসফটের উপর নির্ভরশীল। কিন্তু এবার মাইক্রোসফটই বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

বিশ্বজুড়ে তথ্য-প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন সংস্থায় সমস্যার জেরে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ল মাইক্রোসফট। কয়েক ঘণ্টার মধ্যে ২৩ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হল। মাইক্রোসফটের শেয়ারের দর ০.৭১ শতাংশ কমে গিয়েছে। এর ফলেই বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ল মাইক্রোসফট। ইনভেস্টমেন্ট ডেটা প্ল্যাটফর্ম স্টকলিটিকস জানিয়েছে, বৃহস্পতিবার মাইক্রোসফটের শেয়ারের দর ছিল ৪৪৩.৫২ মার্কিন ডলার। কিন্তু শুক্রবার মাইক্রোসফটের শেয়ারের দর হয় ৪৪০.৩৭ মার্কিন ডলার। এই আর্থিক ক্ষতির পাশাপাশি মাইক্রোসফটের সুনামও নষ্ট হয়েছে। বিশ্বজুড়ে মাইক্রোসফটের সমস্যা নিয়ে আলোচনা চলছে। তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে মাইক্রোসফটের উপর নির্ভর করে বেশিরভাগ সংস্থা। ফলে বিশ্বজুড়ে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। এখন বেশিরভাগ সংস্থাই তথ্য-প্রযুক্তি নির্ভর। এই কারণেই বিশ্বজুড়ে মাইক্রোসফটের সমস্যার প্রভাব পড়েছে।

তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে ধস

স্টকলিটিকস সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বের অন্যতম বৃহৎ সংস্থা মাইক্রোসফট। কিন্তু মাইক্রোসফট ব্যবহারকারী তথ্য-প্রযুক্তি সংক্রান্ত সংস্থাগুলি প্রবল সমস্যায় পড়েছে। সব সংস্থারই কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। শুধু যে উড়ান বন্ধ হয়ে গিয়েছে, টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বিঘ্ন ঘটেছে, বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থার কাজ বন্ধ হয়ে গিয়েছে তাই নয়, প্রযুক্তিগত সমস্যার ফলে মাইক্রোসফটের উপর সরাসরি প্রভাব পড়েছে। শুধু শুক্রবার সকালেই ২৩ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে মাইক্রোসফট।’

শেয়ার বাজারে ক্ষতির মুখে মাইক্রোসফট

স্টকলিটিকস জানিয়েছে, ‘সারা বিশ্বের বহু সংস্থা প্রযুক্তিগত ক্ষেত্রে মাইক্রোসফটের উপর নির্ভরশীল। এই কারণেই হয়তো খুব তাড়াতাড়ি এই বিপুল আর্থিক ক্ষতি সামাল দিতে পারবে মাইক্রোসফট। কিন্তু বিভিন্ন সংস্থার কাজকর্মের উপর যে প্রভাব পড়ল, তাতে স্পষ্ট হয়ে গিয়েছে, মাইক্রোসফটের মতো বড় সংস্থাতেও যখন সমস্যা হয়, তখন বিনিয়োগকারীদের উপর প্রভাব পড়ে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মাইক্রোসফট উইন্ডোজ সিস্টেমে আচমকা নীল স্ক্রিন, বিশ্ব জুড়ে স্তব্ধ ব্যাঙ্ক, বিমান পরিষেবা

Microsoft vs Apple: মাইক্রোসফ্ট টেক্কা দিল বিশ্বের সবথেকে দামি সংস্থা অ্যাপেলকে

Sam Altman: OpenAI ছেড়ে এবার মাইক্রোসফট-এ যোগ দিচ্ছেন প্রাক্তন সিইও স্যাম অল্টম্যান ও প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান