- Home
- World News
- International News
- গুপ্তহত্যার সময় ডান হাত অসাড়, জানুন আয়াতোল্লা খেমেনেই সম্পর্কে সের ১০টি অজানা কথা
গুপ্তহত্যার সময় ডান হাত অসাড়, জানুন আয়াতোল্লা খেমেনেই সম্পর্কে সের ১০টি অজানা কথা
Ayatollah Ali Khamenei: ইজরায়েলের আক্রমণের পর থেকেই গা-ঢাকা দিয়ে রয়েছেন আয়াতোল্লা আলি খামেনেই। বর্তমানে তিনি রয়েছেন ইরানের কোনও গোপন ব্যাঙ্কারে।

আয়াতোল্লা আলি খামেনেই
ইরানের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি আয়াতোল্লা আলি খামেনেই। তিনি ইরানের ধর্মগুরু।
আত্মগোপনে খামেনেই
ইজরায়েলের আক্রমণের পর থেকেই গা-ঢাকা দিয়ে রয়েছেন আয়াতোল্লা আলি খামেনেই। বর্তমানে তিনি রয়েছেন ইরানের কোনও গোপন ব্যাঙ্কারে।
ক্ষমতা হস্তান্তর
শোনযাচ্ছে তিনি তাঁর সমস্ত ক্ষমতা বিপ্লবী গার্ডের 'সুপ্রিম হাউস'-এর কাছে হস্তান্তর করেছেন। জানা যাচ্ছে এটা কোনও প্রশাসনিক ক্ষমতা নয়, পূর্ণ ক্ষমতা।
পারমাণবিক বোমা হামলার সিদ্ধান্ত
খামেনেইর এই ক্ষমতা হস্তান্তরের অর্থ হল বিপ্লবী গার্ড চাইলে সবরকম চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ সর্বোচ্চ নেতার অনুমতি বা কোনও ধর্মীয় ফতোয়া ছাড়ই পারমাণবিক হামালা চালাতে পারে।
অচল হবে না ইরান
খামেনেইর এই সিদ্ধান্তের ফলে তাঁর মৃত্যু হলেও অচল হয়ে যাবে না ইরান। এটি খামেনেই একটি দুর্দান্ত রণকৌশল বলেও মনে করছেন সমর বিশেষজ্ঞরা। পাশাপাশি খামেনেই তাঁর অনুগামীদেরও তৈরি রাখছেন। এই সিদ্ধান্ত
উত্তরসুরী বাছাই
শোনাযাচ্ছে আয়াতোল্লা আলি খামেনেই ইতিমধ্যেই তাঁর উত্তরসুরী হিসেবে তিন জনের নাম বেছেছেন। তিন জনের মধ্যে থেকেই একজনের নাম চূড়ান্ত করা হতে পারে। তিনি মৃত্যুর আগে ইরানকে গুছিয়ে রেখার পরিকল্পনা করেছেন। আর সেই কারণেই কৌশলগত একাধিক সিদ্ধান্ত নিয়ে চলেছেন।
যোগাযোগ বিচ্ছিন্ন
আয়াতোল্লার হদিশ যাতে মার্কিন সেনা বা ইরজায়েল সেনা না পায় তার জন্য বৈদ্যুতিন মাধ্যম পুরোপুরি বর্জন করেছেন আয়াতোল্লা। বিশ্বস্ত অনুচরের মাধ্যমে তিনি যোগাযোগ রাখছেন তাঁর দলের অনুগামীদের সঙ্গে।
ধর্মগুরু খামেনেই
আয়াতোল্লা আলি খামেনেই ৮৬ বছরের। ইরানি শিয়া ধর্মগুরু। গত তিন দশক ধরে ইরানে রাজ করছেন তিনি।
ডান হাত অসাড়
ইরানি ধর্মগুরু খামেনেই ডান হাত অসাড়। ১৯৮১ সালের জুন মাসে তাঁকে গুপ্তহত্যার চেষ্টা করে তৎকালীন শাসক মহম্মদ রেজা শাহ পহলভির। সেই সময়ই সময় থেকেই ডান হাত অসাড় হয়ে যায়।
সাহিত্য প্রেম
ইরানের অন্যান্য ধর্মগুরুদের তুলনায় তাঁর ভাষাগত দক্ষতা আর সাহিত্য অনুরাগ অনেক বেশি। তিনি আরবি বলতে পারেন। তাঁর মাতৃভাষা ফার্সি। ফার্সিতে তিনি একধিক বই অনুবাদ করেছেন। তিনি আজারবাইজানি বলতে পারেন। ইংরেজি বলতে না পারলেও বুঝতে পারেন।

