- Home
- World News
- International News
- ১৬ বছরের নীচে আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নয়, নজিরবিহীন সিদ্ধান্ত সরকারের
১৬ বছরের নীচে আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নয়, নজিরবিহীন সিদ্ধান্ত সরকারের
অস্ট্রেলিয়া বিশ্বে প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল নির্ভরতা কমানোর লক্ষ্যে এই যুগান্তকারী নীতি কার্যকর হয়েছে।

১৬ বছরের নীচে আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নয়। রাত বারোটা বাজতেই অস্ট্রেলিয়ায় বিশ্ব-প্রথম সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর হয়ে গেল। এর ফলে লক্ষ লক্ষ শিশু ও কিশোর কিশোরীর অ্যাকাউন্টগুলোতে অ্যাক্সেস হারিয়েছে। নিষিদ্ধ অ্যাপের তালিকায় আছে TikTok, Facebook, Instagram, X, YouTube, Reddit, Kick, Twitch, Threads। বয়স ১৬-র নীচে হলে আর ব্যবহার করতে পারবেন না এই অ্যাপগুলো।
রাত বারোটা বাজতেই সব অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল। জানা গিয়েছে, যে সব প্ল্যাটফর্ম এই নীতিমালা মেনে চলবে না, তাদের সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন ডলার জরিমানা পর্যন্ত হতে পারে। এমনই কঠিন সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়ার সরকার।
১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল। অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রথম দেশ হয়ে হল। মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল নির্ভরতা হ্রাস করার লক্ষ্যে, এই যুগান্তকারী নীতি যুব, প্রযুক্তি এবং সুস্থতার ওপর বিশ্বকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় পাঁচ মিলিয়ন, সেখানে ১০ থেকে ১৫ বছর বয়সী শিশুর সংখ্যা প্রায় দশ মিলিয়নের কাছাকাছি। এবার সকল ১৬ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।
গার্ডিয়ান অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের ফেস রেকগনিশনে বয়স নিশ্চিতকরণ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বেশ কয়েকটি ঘটনার হদিশ পেয়েছে। সরকার জানিয়েছে যে তার প্রথম দিন থেকেই নিষেধাজ্ঞাটি নিখুঁত হবে বলে আশা করছে না। ইসেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট বলেছেন, যে তারা সম্প্রতি এক্স-র সঙ্গে কীভাবে এটি মেনে চলবে তা নিয়ে আলোচনা করেছেন, কিন্তু কোম্পানিটি ইউজারদের তাদের নীতি সম্পর্কে অবহিত করেনি।

