থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মেক্সিকোর ফাতিমা বশর সেরার মুকুট জিতেছেন। ১২০টি দেশের প্রতিযোগীকে পরাজিত করে তিনি এই খেতাব অর্জন করেন, যেখানে ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি রানার আপ হয়েছেন। 

মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশর মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট। শুক্রবার ভারতীয় সময় সকালে থাইল্যান্ডে কঠিন প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করে তিনি সেরার শিরোপা ছিনিয়ে নেন। ভারতসুন্দরী মণিকা বিশ্বকর্মা প্রায় শেষ পর্যায় এসে বাদ পড়েন।

২৫ বছর বয়সী মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছেন। ১২০টি দেশের প্রতিযোগীদের পরাজিত করেছেন তিনি। তাঁর পোশাক, ক্যাটওয়ার্ক থেকে পারফমেন্স সবই নজর কেড়েছে দর্শকদের। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষ মেক্সিকোর ফাতিমার মাথায় উঠল জয়ের মুকুট। ফতিমার পরেই রানার আপের খেতাব পেলেন ভেনেজুয়েলার সুন্দরী স্টেফানি আবাসালি। তৃতীয় হয়েছেন ফিলিপিন্সের আহতিসা মানালো।

সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিস ইউনিভার্স মঞ্চের ভিডিও। যেখানে দেখা গিয়েছে বাজয়ীর নাম ঘোষণার পরই আনন্দে আপ্লুত হয়ে মঞ্চেই কেঁদে ফেলেছেন ফতিমা। তিনি ধন্যবাদ জানান ঈশ্বরকে।

View post on Instagram

এদিকে মিস ইউনিভার্সের মঞ্চে নজর কেড়েছিলেন ভারতসুন্দরী মণিকা বিশ্বকর্মা। সেরা ১২ জনের তালিকায় তিনি স্থান পেয়েছিলেন। কিন্তু, প্রতিযোগিতার শেষের দিকে পর্বে এসে বাদ পড়েন ভারতসুন্দরী মণিকা বিশ্বকর্মা। তিনি রাজস্থানের মেয়ে। তিনি থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির ছাত্রী মণিকা বহু লোকের মন জয় করেছেন। তিনি একজন সমাজকর্মীও। তিনি মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা ছড়ানোর বিষয় কাজ করেন। তিনি নিউরোনোভা নামক প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা। এরা নিউরোবৈচিত্র্যের রোগীদের জন্য সচেতনতা বাড়ানোর কাজ করে থাকে।

তিনি এবছর থাইল্যান্ডের প্রতিযোগিতায় অংশ নেন। এবছর মিস ইউনিভার্স অনুষ্ঠিত হয় থাইল্যান্ডে। সেরা ১২ জনের তালিকায় দেখা গিয়েছিল মণিকাকে। কিন্তু, সেখান থেকে বাদ পড়েন। এবছর মেক্সিকোর ফাতিমা-র মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট। ১২০টি দেশের প্রতিযোগীদের পরাজিত করে মিস ইউনিভার্সের মুকুট পড়লেন ফতিমা।

পরের বছর পুয়ের্তো রিকো-তে হবে মিস ইউনিভার্স ২০২৬।