সংক্ষিপ্ত

Myanmar earthquake: শুক্রবার দিন মায়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়। সেই ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষ ৭০০ জন মুসলিম সম্প্রদায়ের মানুষ নিহত হয়েছে।

 

Myanmar earthquake: শুক্রবার ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেছে মায়ানমার। মৃতের সংখ্যা বাড়ছে। শুক্রবার দিন মায়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়। সেই ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষ ৭০০ জন মুসলিম সম্প্রদায়ের মানুষ নিহত হয়েছে। জানিয়েছে মায়ানমারের মুলসিম সম্প্রদায়ের একটি সংগঠন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যেসময় ভূমিকম্প হয়েছিল সেই সময় সেখনে জুম্মা অর্থাৎ শুক্রবারের নমাজ হচ্ছিল। রমজান মাস হওয়ায় প্রচুর মানুষ ইদের নামাজে জড়ো হয়েছিলেন। নমাজ পড়তে পড়তেই ৭০০ জনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।

স্প্রিং রেভোলিউশন মায়ানমার মুসলিম নেটওয়ার্কের স্টিয়ারিং কমিটির সদস্য তুন চি সোমবার বলেছেন, সেদেশের বৃহত্তম শহর মান্দায়লের কাছে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। তাতে ৬০ মসজিদ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এই ঘটনাতেই ৭০০ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংগঠন যে ৭০০ জনের মৃত্যুর কথা বলছে তা ভূমিকম্পে মোট নিহত ১৭০০ জনের মধ্যে পড়ে কিনা তা নিয়ে মায়ানমারের সেনা সরকার এখনও কিছু জানায়নি।

স্থানীয় নিউজ পোর্টাল ভূমিকম্পের বেশ কিছু ভিডিও পোস্ট করেছে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেও দেখা যাচ্ছে ভূমিকম্পের জেরে মসজিদ ভেঙে পড়ছে। স্থানীয়রা আতঙ্কে দৌঁড়ে পালাচ্ছে। মুসলিম সংগঠনের সদস্য টুন জনিয়েছে, যে মসজিদগুলি ভেঙে পড়েছে তার অধিকাংশই বহু পুরনো।

শুক্রবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল মায়ানমার। সোমবারেও উদ্ধারকাজ চলছে। এখনও পর্যন্ত ১৭০০ জনের মৃত্যু হয়েছে। সেন সরকারের মুখপাত্র মেজর জেনরেল জ মিন তুন বলেছেন, কম্পনের জেরে ৩৪০০ জন আহত হয়েছে। শুক্রবারের পর থেকে ৩০০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। মায়ানমারের সেনা সরকার আগেই জানিয়েছিল ভূমিকম্পের পর ১০ ঘণ্টায় ১৪টি আফটার শকের ঘটনা ঘটেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।