চন্দ্রযান-৩এর সাফল্যের পর এবার নতুন পদক্ষেপ ভারতের গবেষণা সংস্থা ইসরোর। শনিবার শ্রীহরিকোটা থেকে লঞ্চ আদিত্য এল১। এই মহাকাশযান PSLV-C57 রকেট ব্যবহার করে উৎক্ষেপণ করা হচ্ছে। আদিত্য এল ১ মহাকাশযানটি করোনা, ক্রোমোস্ফিয়ার, ফটোস্ফিয়ার ও সৌর বায়ু অধ্যয়নের জন্য সাতটি পেলোড দিয়ে সজ্জিত হবে। সূর্য অধ্যয়নের জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।