- Home
- World News
- International News
- জি২০ সম্মেলনে উন্নয়নশীল দেশের উন্নতিতে ছয় প্রস্তাব নমোর, কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
জি২০ সম্মেলনে উন্নয়নশীল দেশের উন্নতিতে ছয় প্রস্তাব নমোর, কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi At G20 Summit: জি-২০ সম্মেলনে যোগ দিতে শনিবারই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একগুচ্ছ ঘোষণা সেখান থেকে। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

G20 সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
শনিবারই জোহানেসবার্গে আয়োজিত জি-২০ সম্মেলনের ভেন্যুতে এসে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত হয়ে বিশ্বের একাধিক উন্নয়নশীল দেশগুলির বিশেষ চ্যালেঞ্জের কথা মাথায় রেখে একগুচ্ছ প্রস্তাব দিয়েছেন তিনি। একইসঙ্গে বিশ্বের উন্নয়ন যজ্ঞে সামিল হতে ছয়টি নতুন উদ্যোগের প্রস্তাব রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদীয় ছয় প্রস্তাব
সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার জোহেনসবার্গে শুরু হয়ে গিয়েছে জি ২০ সম্মেলন। যেখানে অংশ নিয়েছে ভারত-সহ জি ২০ অন্তভুত দেশগুলি। সেই সম্মেলনেই উন্নয়নশীল দেশগুলির আরও উন্নয়নে মোট ছয়টি প্রস্তাব রাখেন প্রধানমন্ত্রী মোদী। যেখানে শিক্ষা থেকে স্বাস্থ্য, সব ক্ষেত্রেই জোর দেওয়ার কথা বলেছেন ওই প্রস্তাবে।
কী কী প্রস্তাবের কথা জানালেন প্রধানমন্ত্রী?
নমোর এই ছয় প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হলো- গ্লোবাল ট্র্যাডিশনাল নলেজ রিপোজিটরি। এছাড়া স্বাস্থ্যের উন্নয়নের জন্য ‘হেলথকেয়ার রেসপন্স টিম’, দক্ষ কর্মী তৈরি করতে ‘স্কিল মাল্টিপ্লায়ার ইনিশিয়েটিভে’র পাশাপাশি মাদকচক্র রোধ করার কথাও বলেছেন তিনি। সেই সঙ্গে রয়েছে ‘ওপেন স্যাটেলাইট ডেটা’ ও ‘ক্রিটিক্যাল মিনারেল সার্কুলারিটি’র প্রস্তাব। সম্মেলনের প্রথম পর্বেই এই সার্বিক উন্নয়ন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
নলেজ রিপোজিটরি আসলে কী?
এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেন যে, নলেজ রিপোজিটরির মাধ্যমে এমন কিছু জিনিস সংরক্ষণ করা হবে যা ভবিষ্যত প্রজন্মকে সহায়তা করবে। আর এই ক্ষেত্রে ভারতের ঐতিহাসিক গুরুত্বের কথাকেও উল্লেখ করেন তিনি। এবং হেলথ কেয়ার টিম যে কোনও দেশের জরুরি অথবা আপৎকালীন সময়ে কাজ করবে গুরুত্ব সহকারে। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন যে, এই হেলথ রেসপন্স টিম তৈরি হবে জি২০ ভুক্ত দেশগুলির মেডিকেল এক্সপার্ট টিম দিয়ে। যারা প্রাকৃতিক বিপর্যয়, দুর্যোগের মতো পরিস্থিতিতে দ্রুত কাজ করতে পারবে।
অপরাধ দমন মাদক চক্র রোধে বড় উদ্যোগ
এছাড়াও মাদক চক্র রোধ এবং আন্তর্জাতিক অপরাধ দমন সহ একাধিক ইস্যুতে আলোকপাত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, জি২০ ভুক্ত দেশগুলির কৃষি, মৎস্য চাষ সব মহাকাশ গবেষণার কাজে আরও কীভাবে উন্নতি সাধন করা যায় তা নিয়েও এদিন আলোচনা করেন নমো। একই সঙ্গে মোদীর এই তিনদিনের সফরে আফ্রিকার উন্নয়ন নিয়েও মুখ খোলেন তিনি। আফ্রিকার উন্নয়নে ভারত যে সবসময় তাদের পাশে রয়েছে সে কথাও জানান প্রধানমন্ত্রী।

