সংক্ষিপ্ত

শ্বাসযন্ত্রে সংক্রমণের কারণে আবার অসুস্থ হয়ে পড়লেন ৮৬ বছরের পোপ ফ্রান্সিস। 

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বুধবার ভ্যাটিকান সিটির তরফ থেকে একথা জানানো হয়। পোপকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর শ্বাসযন্ত্রে সংক্রমণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পোপ ফ্রান্সিস অসুস্থ হয়ে পড়তেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন সারা বিশ্বের ভক্তরা। রোমের ভ্যাটিকান সিটি একটি বিবৃতি জারি করে জানিয়েছে, বিগত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল পোপ ফ্রান্সিসের। বুধবার অসুস্থতা আরও জটিল হয়ে উঠতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর জানা গিয়েছে, পোপের শ্বাসযন্ত্রে সংক্রমণ হয়েছে। আগামী কয়েকদিনের জন্য তাঁকে হাসপাতালেই চিকিৎসকদের নজরদারিতে থাকতে হবে বলে জানানো হয়েছে।

পোপ ফ্রান্সিসের বয়স বর্তমানে ৮৬ বছর। বিগত বেশ কয়েকমাস ধরেই অসুস্থতায় ভুগছেন তিনি। একাধিকবার তাঁর সফরও বাতিল করা হয়েছে। বুধবার আবার তিনি অসুস্থ হয়ে পড়েন। ভ্যাটিকানের মুখপাত্র ম্যাটেও ব্রুনি একটি বিবৃতি জারি করে বলেছেন, “বিগত বেশ কয়েকদিন ধরেই পোপ ফ্রান্সিস শ্বাসের সমস্যার কথা জানিয়েছিলেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে রোমের জেমিলি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই পরীক্ষার পর শ্বাসযন্ত্রে সংক্রমণের কথা জানা যায়। পোপের সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য আগামী কয়েকদিন তাঁকে হাসপাতালে চিকিৎসা করানো দরকার।”

বুধবার দুপুরেই ভ্যাটিকানের তরফে জানানো হয়েছিল, রুটিন চেকআপের জন্যই পোপ ফ্রান্সিসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জল্পনা রটেছিল যে, পোপ হয়তো করোনায় আক্রান্ত হয়েছেন। তবে, চিকিৎসকদের তরফে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে। চলতি মাসেই ক্যাথলিক চার্চের প্রধান হিসাবে ১০ বছর পূরণ করেন পোপ। ভক্তদের সঙ্গে তিনি যে সাপ্তাহিক সাক্ষাৎ করেন, সেখানেও তাঁকে আপাতচোখে সুস্থ বলে মনে হলেও, ইটালিয়ান সংবাদসংস্থা জানিয়েছিল যে, গাড়িতে ওঠার জন্য পোপকে সাহায্য নিতে হচ্ছিল এবং ভ্যাটিকানে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ শেষ হওয়ার পরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরেই হাঁটুর সমস্যায় ভুগছেন তিনি। বিগত কয়েক মাসে তাঁকে হুইলচেয়ারেই চলাফেরা করতে দেখা যায়। এর আগে ২০২১ সালে পোপ ফ্রান্সিসের মলাশয়ে অস্ত্রোপচার করা হয়েছিল। তারপর আবার বুধবার চিকিৎসকদের স্মরণাপন্ন হতে হল আর্জেন্টাইন ধর্মগুরুকে।

আরও পড়ুন-
রাতের অন্ধকারে জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে এসে হাত ছিঁড়ে দিয়ে চলে গেল হাতি, উত্তরবঙ্গে মর্মান্তিক ঘটনা
৫ বছরের সাজা ঘোষণার পরেও ‘বন্দে ভারত’-এ হামলার কমতি নেই, আবার ঢিল ছুড়ে ভাঙা হল কাঁচ

কলকাতায় এবার বড় চাকরির সুযোগ, শীঘ্রই শহরে অফিস খুলতে চলেছে ইনফোসিস