Japan earthquake: জাপানে ভূমিকম্প নতুন কিছু নয়। কিন্তু প্রতিবারই সুনামির সতর্কতা জারি করা হয় না। মঙ্গলবার সকালেও শক্তিশালী ভূমিকম্পের পর এখনও পর্যন্ত সুমানির সতর্কতা জারি করা হয়নি। ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
KNOW
Japan Earthquake News: মঙ্গলবার সকালে ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। জাপানের পশ্চিমাংশ ভূমিকম্পের তীব্রতা অনুভব করে। জাপানের আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম জাপানের শিমানে উপকূলে (Shimane prefecture) ভূমিকম্প অনুভূত হয়েছে। এই প্রদেশের রাজধানী মাতসুই (Matsue) ও পার্শ্বর্বর্তী শহরগুলিতে ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। পাশাপাশি আরও অনেক অঞ্চলের মানুষই কম্পন টের পেয়েছেন। ভূমির অভ্যন্তরে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে। তবে এই শক্তিশালী ভূমিকম্পের পর অবশ্য এখনও সুনামির সতর্কতা জারি করা হয়নি। কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানে ভূমিকম্প নিয়মিত ঘটনা। এই কারণে মঙ্গলবার সকালের এই ভূমিকম্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনও চাঞ্চল্য দেখা যাচ্ছে না। জীবনযাত্রা স্বাভাবিকই আছে।
পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সতর্কতা
উত্তর-পশ্চিম জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর শিমামে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে (Shimame nuclear power plant) কোনও সমস্যা তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ২০১১ সালের ১১ মার্চ শক্তিশালী ভূমিকম্প ও সুনামির ফলে ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে (Fukushima Daiichi Nuclear Power Plant) সমুদ্রের জল ঢুকে যায়। এর ফলে ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সমস্যা তৈরি হয়। এই কারণে মঙ্গলবার ভূমিকম্পের পর জাপানের সব পরমাণু বিদ্যুৎ কেন্দ্রেই নজরদারি চালানো হচ্ছে।
২০১১ সালে বিপুল ক্ষয়ক্ষতি
২০১১ সালের ১১ মার্চ জাপানে যে প্রবল শক্তিশালী ভূমিকম্প আছড়ে পড়েছিল, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৯। এর ফলে সুনামি আছড়ে পড়ে। ১৮,৫০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়। বেশ কয়েকজন নিখোঁজ হন। বহু সম্পত্তির ক্ষতি হয়। জাপানের বিস্তীর্ণ অংশ ধ্বংসস্তূপের চেহারা নেয়। তারপর গত ১৫ বছরে জাপানে বেশ কয়েকবার শক্তিশালী ভূমিকম্প হয়। তবে এখনও পর্যন্ত ২০১১ সালের মতো ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই আশা করা হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


