Tsunami advisory: জাপানে (Japan) ভূমিকম্প (Earthquake) অস্বাভাবিক ঘটনা নয়। দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়। বড়মাপের ভূমিকম্প হলে সুনামির আশঙ্কাও থাকে। রবিবার তেমনই এক ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
KNOW
Japan Earthquake: জাপানের (Japan) আইওয়াতে উপকূলে (Iwate Prefecture) শক্তিশালী ভূমিকম্পের পর জারি করা হল সুনামির সতর্কতা (Tsunami advisory)। রবিবার স্থানীয় সময় অনুযায়ী সন্ধেবেলা ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। জাপানের ভূমিকম্পের মাপকাঠিতে চার মাত্রার ভূমিকম্প হয়েছে। এরপরেই প্রশাসনিক তৎপরতা দেখা যাচ্ছে। আইওয়াতে উপকূলের ওফুনাতো শহর থেকে অবিলম্বে ৬,১৩৮ বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ওই শহরের উপকূলবর্তী অঞ্চলে মোট ২,৮২৫টি বাড়ি। সব বাড়ি থেকেই বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পার্শ্ববর্তী জায়গাগুলি থেকেও বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কামাইশি (Kamaishi), ওৎসুচি (Otsuchi), রিকুজেন্তাকাতা (Rikuzentakata) শহরে সমুদ্রের পাশে বসবাসকারী মানুষজনকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যে কোনও মুহূর্তে আছড়ে পড়তে পারে সুনামি
জাপানের উপকূলে ইতিমধ্যেই সুনামির লক্ষণ দেখা যাচ্ছে। আইওয়াতে উপকূলের ওফুনাতো বন্দরে (Ofunato Port) স্থানীয় সময় অনুযায়ী সন্ধে ৬টা বেজে ২৫ মিনিটে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ দেখা গিয়েছে। যা সুনামির প্রাথমিক ধাপ। আইওয়াতে উপকূলের কুজি বন্দরে বিকেল ৫টা বেজে ৫২ মিনিটে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ দেখা গিয়েছে। ফলে সুনামির আশঙ্কা বাড়ছে।
ক্ষয়ক্ষতির খবর নেই
জাপানের আবহাওয়া দফতরের (Japan Meteorological Agency) পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী এদিন বিকেল ৫টা বেজে ৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এরপরেই সুনামির সতর্কতা জারি করা হয়। সর্বোচ্চ এক মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। জাপানের পূর্ব রেলের (East Japan Railway) পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের পর তোহোকু শিনকানসেন লাইন সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে সেন্ডাই (Sendai) ও শিন-আওমোরি স্টেশনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিদ্যুৎ সংযোগ ফিরে আসার পর ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। তোহোকু ইলেকট্রিক পাওয়ার (Tohoku Electric Power) সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মিয়াগি উপকূলে (Miyagi Prefecture) ওনাগাওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে (Onagawa nuclear power plant) কোনও সমস্যা হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


