- Home
- World News
- International News
- জেলের মধ্যে নির্জনে নিজের পছন্দের মানুষের সঙ্গে সেক্স করতে পারবে বন্দিরা, মানতে হবে দুটিমাত্র শর্ত
জেলের মধ্যে নির্জনে নিজের পছন্দের মানুষের সঙ্গে সেক্স করতে পারবে বন্দিরা, মানতে হবে দুটিমাত্র শর্ত
Prisoners Sex Life:এবার জেলের বন্দিদের জীবনে বড়সড় বদল আসতে চলছে। এবার থেকে জেলের বন্দিরাও নিজের পছন্দের ব্যক্তির সঙ্গে জেলের মধ্যেই অন্তরঙ্গ সময় কাটাতে পারবেন.

জেলের জীবন
জেলের জীবন অত্যন্ত কঠোর। সকাল থেকে রাত - প্রতিটি কাজই করতে হয় নিরাপত্তা রক্ষীদের অধীনে। ব্যক্তিগত স্বাধীনতা বলতে কিছুই নেই।
জেলের জীবনে বদল
এবার জেলের বন্দিদের জীবনে বড়সড় বদল আসতে চলছে। এবার থেকে জেলের বন্দিরাও নিজের পছন্দের ব্যক্তির সঙ্গে জেলের মধ্যেই অন্তরঙ্গ সময় কাটাতে পারবেন
শর্ত দুটি
তবে এর জন্য বন্দিদের মাত্র দুটি শর্ত মানতে হবে। একটি হল প্রিয় মানুষের সঙ্গে নির্দিষ্ট কক্ষে সময় কাটানোর সময় খোলা রাখতে হবে দরজা। আর অন্তরঙ্গ সময় কাটানোর সময় মাত্র ২ ঘণ্টা।
নতুন নিয়ম
সম্প্রতি এই নতুন নিয়ম চালু হয়েছে সংশোধনাগারগুলিতে। উদ্বোধন হয়েছে অন্তরঙ্গ কক্ষ। সেই কক্ষে রাখা হয়েছে খাট বিছানা আর বালিশ। কক্ষ সংলগ্ন একটি শৌচালয়ও থাকতে হবে।
বন্দিদের দাম্পত্যের অধিকার
বন্দিদের দাম্পত্যের অধিকার আইনে যুক্ত হল নতুন একটি মাত্রা। এবার থেকেই জেলের মধ্যেই স্ত্রী বা বান্ধবীর সঙ্গে যৌন মিলনের অধীকার দেওয়া হচ্ছে পুরুষ বন্ধিদের। তেমনই মহিলা বন্দিরাও পাচ্ছেন স্বামী বা পছন্দের পুরুষ বন্ধুর সঙ্গে জেলের মধ্যেই মিলিত হওয়ার সুযোগ।
কোন দেশে?
প্রশ্ন হচ্ছে কোন দেশের বন্দিরা পাচ্ছেন এই দুর্দান্তু সুযোগ- এই ভারত নয়। ইতালির বন্দিদের জন্য এই সুযোগ বরাদ্দ করেছে সেই দেশের আদালত। আদালতের নির্দেশিকায় বলা হয়েছে অনুমতিপ্রাপ্ত বন্দিরা সেই ঘরে নির্ধারিত সময়ে তাঁর স্ত্রী বা সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন। জেলেই একটি পৃথক ঘরের বন্দোবস্ত করতে হবে।
চালু হয়েছে মিলন কক্ষ
ইটালির আমব্রিয়া অঞ্চলের টেরনি নামের একটি জেলে বিশেষ ভাবে তৈরি কক্ষে এক বন্দিকে তাঁর সঙ্গীর সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয় বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে।
গোপনীয়তার অধিকার
এই ক্ষেত্রে সবথেকে বড় বাধা ছিল গোপনীয়তা বজায় রাখার অধিকার। কারণে যৌন মিলনের সময়ও দরজা খোলা রাখার নির্দেশ দিয়েছিল আদালত। কারণ বন্দিরা যাতে চম্পট দিতে না পারে বা অন্য সমস্যা হলে কারারক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করতে পারে। প্রথমক্ষেত্রে সফল ইতালির জেল কর্তৃপক্ষ।
২০২৪ সালে রায়দান
২০২৪ সালের জানুয়ারিতে প্রকাশিত এই রায়ে আদালত বলেছে, বন্দিদের স্বামী, স্ত্রী বা দীর্ঘমেয়াদি সঙ্গীর সঙ্গে একান্তে সাক্ষাতের অধিকার থাকা উচিত। সেই সাক্ষাৎপর্বে কড়া নজরদারির প্রয়োজন নেই। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে দরজা বন্ধের অনুমতি দেয়নি আদালত।
এগিয়ে ইউরোপ
জেলবন্দিদের দাম্পত্যের অধিকার সুনিশ্চিত করার দিকে এগিয়ে রয়েছে ইউরোপ। মহাদেশের একাধিক দেশে এই সুযোগ দেওয়া হয়েছে। তালিকায় ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, সুইডেন। এবার সেই তালিকায় যুক্ত হল ইতালির নাম।

