সংক্ষিপ্ত
রেস্তোরাঁয় গিয়ে যদি বিনা পয়সায় খাবার-দাবার খেয়ে চলে আসার ফন্দি-ফিকির করা হয়, তাহলে ধরা পড়ার পর তা হয় গোটা বিশ্বের সামনে এক লজ্জাজনক ঘটনা। ঠিক যেমনটি ঘটেছে ইংল্যান্ডের এই দম্পতির ক্ষেত্রে।
বিনামূল্যে খাবার খাওয়ার আশা অনেকেরই থাকে, কবজি ডুবিয়ে ভুরিভোজ খাওয়ার আশায় নিমন্ত্রণ রক্ষা করার জন্য আমার অনেকেই বেশ উৎসাহী, কিন্তু, রেস্তোরাঁয় গিয়ে যদি বিনা পয়সায় খাবার-দাবার খেয়ে চলে আসার ফন্দি-ফিকির করা হয়, তাহলে ধরা পড়ার পর তা হয় গোটা বিশ্বের সামনে এক লজ্জাজনক ঘটনা। ঠিক যেমনটি ঘটেছে ইংল্যান্ডের এই দম্পতির ক্ষেত্রে।
-
রেস্তোরাঁয় গিয়ে বিনা পয়সায় খাবার খাওয়ার জন্য যোগসাজশ করছেন রেস্তোরাঁয় বসেই। তারপরেই নিজের মাথা থেকে চুল ছিঁড়ে খাবার মিশিয়ে দিলেন মাঝবয়সি মহিলা। নিজের স্বামীর সঙ্গে তাঁর এই কাণ্ড প্রথমে কারুরই নজরে পড়েনি। তাঁরা দুজনে রেস্তোরাঁর কর্তৃপক্ষের কাছে আধ-খাওয়া খাবারটি সম্পর্কে অভিযোগ জানালে রেস্তোরাঁর কর্তৃপক্ষ একেবারে বিনামূল্যে তাঁদের জন্য আরেক প্লেট খাবারের আদেশও দিয়ে দিয়েছিলেন। কিন্তু, তারপরেই তাঁর সন্দেহ হয়।
-
ওই দম্পতি যেখানে বসেছিলেন, তার মাথার দিকে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখেন রেস্তোরাঁর কর্তৃপক্ষ। তখনই ধরা পড়ে আসল চিত্র। মহিলার নিজের চুল খাবারে মেশানোর কারসাজি ধরা পড়ে যায়। ভবিষ্যতে এই ধরনের ঘটনা বন্ধ করার আশায় এবং অন্যান্য সহযোগী ব্যবসায়ী মালিকদের সতর্ক করার জন্য, ওই রেস্তরাঁটির মালিক একটি সতর্কতা সহ সোশ্যাল মিডিয়ায় ঘটনার ফুটেজটি আপলোড করেছেন।