সংক্ষিপ্ত

‘পশ্চিমী দেশগুলি যদি এতই গণতান্ত্রিক হয়, তাহলে তারা কেন আন্তর্জাতিকভাবে গণতান্ত্রিক নীতি প্রয়োগ করতে পারছে না?’ আন্তর্জাতিক মহলে জোরালো প্রশ্ন রুশ মন্ত্রীর।

পশ্চিমি দুনিয়ার হয়ে ভারতের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ। জি ২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলনে অংশ নিতে ২ দিনের ভারত সফরে এসেছেন রাশিয়ার মন্ত্রী। বুধ এবং বৃহস্পতিবার এই সম্মেলন আয়োজিত হয়। সাংবাদিকদের সামনে বক্তব্য রাখার সময় পশ্চিমি দুনিয়ার প্রশাসনিক নীতিগুলির বিরুদ্ধে কড়া সমালোচনা করেন তিনি।

বৃহস্পতিবারের বক্তব্যে সার্গেই লাভরভ রাশিয়ার সমর্থনে স্পষ্ট বলেন, ‘দুনিয়া থেকে আমরা বিচ্ছিন্ন বোধ করি না। পশ্চিমী দেশগুলি এখন নিজেদের বিচ্ছিন্ন করে নিচ্ছে।’ জোরালো প্রশ্ন তুলে তিনি জানতে চান, ‘পশ্চিমী দেশগুলি যদি এতই গণতান্ত্রিক হয়, তাহলে তারা কেন আন্তর্জাতিকভাবে গণতান্ত্রিক নীতি প্রয়োগ করতে পারছে না?’

ভারতের সম্মেলনে দাঁড়িয়ে আন্তর্জাতিক সম্পর্কের উদ্দেশ্যে রাশিয়ার বিদেশমন্ত্রীর আরও বক্তব্য, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার করার এটাই প্রকৃত সময়।’

বৃহস্পতিবার জি ২০ সম্মেলনের মঞ্চ থেকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘এই বৈঠকগুলি ভূ-রাজনৈতিক উত্তেজনা দ্বারা প্রভাবিত হয়েছে। যারা এই সভায় নেই, তাদের জন্য আমাদের দায়িত্ব আছে বলে প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আমাদের সকলকে ভারতের সভ্যতার নীতি থেকে অনুপ্রেরণা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।’
 

 

আরও পড়ুন-
গোমাংসে অভ্যস্ত এবং হিন্দুত্ব ও হিন্দির বাইরে থাকা ভারতের উত্তর-পূর্বাংশের রাজ্যগুলিতে কীভাবে এগিয়ে চলেছে হিন্দুত্ববাদী বিজেপি? 
দল তাঁকে বাদ দিলেও দলকে সমর্থনে ঢিলে দেননি পার্থ চট্টোপাধ্যায়, জেলের পথে বলে গেলেন ‘তৃণমূল আরও বাড়বে’
Meghalaya Assembly Election 2023: ১৯ থেকে কমে মাত্র ৬, মেঘালয়ে হ্রাস পাচ্ছে তৃণমূলের আসনসংখ্যা