সংক্ষিপ্ত
বারবার ভূমিকম্পে যেমন বিধ্বস্ত তুরস্ক, তেমনই ধ্বংসলীলা চলেছে সিরিয়াতেও। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল চাঞ্চল্যকর এই ভিডিও ক্লিপ।
বারবার ভূমিকম্প এবং কম্পন-পরবর্তী শকে বিধ্বস্ত তুরস্ক এবং তার পার্শ্ববর্তী সিরিয়া দেশ। ৬ ফেব্রুয়ারি ভোরবেলা থেকে সারা দিন ধরে এই দুই দেশে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে উদ্ধারকাজ শুরু করাই একপ্রকার দুষ্কর হয়ে পড়েছিল উদ্ধারকারী দলের পক্ষে। ২ দেশ মিলিয়ে নিহতের সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে প্রায় ১১ হাজার। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকেই। এই পরিস্থিতিতে সিরিয়ায় ধ্বংসস্তূপের গভীরের একটি ভিডিয়ো চাঞ্চল্য ফেলে দিয়েছে সোশ্যাল দুনিয়ায়। যে ভিডিয়ো ক্লিপ দেখে অশ্রুসজল হয়ে পড়ছেন সারা পৃথিবীর মানুষ।
ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিয়োতে দেখা গেছে ছোট্ট দুই ভাইবোনের আকুলভাবে বাঁচতে চাওয়ার চেষ্টা। দুই অসহায় ভাইবোনের মাথার উপর এমনভাবে একটি বাড়ি ভেঙে পড়েছে, যে তাদের দুজনের পক্ষেই ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে আসা একপ্রকার অসম্ভব বলে বোঝা যাচ্ছে। ধ্বংসস্তূপের ফাঁকে আশ্রয় নিয়ে কোনও রকমে নিজেদের বাঁচিয়ে রেখেছে দুই শিশু। দুই ভাইবোনের মধ্যে মেয়েটির বয়স মাত্র ৭ বছর। আর তার বুকের কাছেই কোনওমতে আশ্রয় নিয়েছে অবুঝ ভাই। ভাইয়ের মাথা নিজের ডান হাত দিয়ে আগলে রেখেছে সাত বছরের দিদি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিজেদেরই বাড়ির নীচে ধ্বংসস্তূপের মধ্যে প্রায় ৩০ ঘণ্টা ধরে আটকে ছিল এই দুই ভাইবোন। অবশেষে উদ্ধারকারী দলের কর্মীরা তাদের আওয়াজ শুনতে পেয়ে ভাঙা ইট-পাথর সরিয়ে তাদের বের করে আনতে সক্ষম হন। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সিরিয়ার ভয়াবহতা সম্পর্কে শিউরে উঠছেন নেটিজেনরা।
ভিডিয়োতে যে শিশু কন্যাকে দেখা গেছে, তার নাম মরিয়ম। ছোট ভাইয়ের মাথায় হাত বুলিয়ে তাকে আশ্বস্ত করছিল সে। ধ্বংসস্তূপের ধুলোবালি যাতে ভাইয়ের চোখমুখ ঢেকে না দেয়, নিজের একমাত্র ডান হাতটি দিয়ে ক্রমাগত সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছিল মরিয়ম। ভিডিয়োটিতে দেখা গেছে, দুই শিশু একসাথে একটি বিছানার উপরে শুয়ে আছে। বাড়ি ভেঙে পড়ার সময় তাঁরা নিজেদের বিছানায় শুয়ে ছিল বলে অনুমান করা যাচ্ছে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, দুই শিশুকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আপাতত দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। তুরস্ক এবং সিরিয়া, উভয় দেশেই এখন কনকনে ঠান্ডা। খারাপ আবহাওয়ার দরুন উদ্ধারকাজে প্রবল বাধার সম্মুখীন হতে হচ্ছে উদ্ধারকারীদের। এরই মধ্যে উদ্ধারকারী দলের তৎপরতায় এই দুই ছোট্ট প্রাণ বেঁচে যাওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করছেন অনেকেই।
আরও পড়ুন-
গ্রেফতার হওয়ার পর ফের সম্পর্ক জুড়ে নেওয়ার অনুরোধ করছেন স্বামী আদিল, সংবাদমাধ্যমের কাছে বিস্ফোরক রাখি সাওয়ান্ত
বাংলার ইতিহাসে এটা চূড়ান্ত নোংরামি: বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে বিজেপির পদক্ষেপের কঠোর সমালোচনায় ফিরহাদ, মদন, চিরঞ্জিত
ফের রাজ্যপাল বনাম রাজ্য-বিজেপির দ্বন্দ্ব চরমে, 'ধিক্কার' স্লোগান তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী