সংক্ষিপ্ত

নারী-পুরুষ নির্বিশেষে নগ্ন হয়ে ঘুরে বেড়ান এই গ্রামের বাসিন্দারা! বাইরে থেকে কেউ এলেও তাকে উলঙ্গ হতে হয়

এই গ্রামে কেউ পোশাক পরে না! এক টুকরো কাপড়ও থাকে না কারও শরীরে। উন্মুক্ত শরীরেই ঘুরে বেড়ান গ্রামের সকল নারী-পুরুষ। কিন্তু অনুন্নত নয়, অত্যন্ত উন্নত মানের এই গ্রাম। প্রত্যেকেই বিলাশবহুল জীবন কাটান অভাবের লেশ মাত্র নেই। কিন্তু যেটির অভাব রয়েছে সেটি হল পোশাকের। অনেকেরই এটা প্রাচিন নিয়ম মনে হলেও তাও নয়।

কিন্তু কেন পোশাক ছাড়াই বসবাস করা হয় এই গ্রামে? আসুন জেনে নেওয়া যাক-

গ্রামটির নাম স্পিলপ্লাজ। প্রায় ১০০ বছর আগে ১৯২৯ সাল নাগাদ এই গ্রামে পোশাক ছাড়া বসবাস করার রীতি শুরু হয়েছিল। এই গ্রাম ১২ একর জমির উপরে অবস্থিত। ম্যাকাসকি নামের এক ব্যক্তি ব্রিটেনের এই ১২ একর জমি কেনেন। তারপর সেখানে একটি ছোট্ট গ্রাম তৈরি করেন। ব্রিটেনের হার্টফোর্ডশায়ারে অবস্থিত এই নগ্ন গ্রাম স্পিলপ্লাজ। গ্রাম তৈরি হওয়ার পর থেকেই এখানে উন্নতির ছড়াছড়ি। সকলেরই অত্যন্ত উন্নত মানের জীবন।

তবে গ্রাম তৈরির পর এই গ্রামের জন্মদাতার দাবি ছিল প্রকৃতি মানুষকে যেভাবে তৈরি করেছে সেই ভাবেই এই গ্রামে থাকতে হবে। এইরকমই শর্ত দিয়েছেলেন গ্রামের সৃষ্টিকর্তা। এরপরই পরম্পরা অনুযায়ী সবাই উলঙ্গ হয়েই বসবাস করে এই গ্রামে।

শুধু তাই নয়, বাইরে থেকে কেউ এলেও এই গ্রামে প্রবেশের সঙ্গে সঙ্গে পোশাক খুলে ফেলতে হয় তাদের। কোনও আত্মীয় হোক বা ডাক বিভাগের কর্মী। এই গ্রামে প্রবেশের সঙ্গে সঙ্গে পোশাক খুলে ফেলতে হয় সকলকেই।