সংক্ষিপ্ত
দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী সকলে ভ্রমণের সময় ব্যবহার করেন পাসপোর্ট। তবে, জানেন কি এই গোটা বিশ্বে এমন তিনজন ব্যক্তি আছেন, যাদের প্রয়োদন হয় না এই পাসপোর্টের।
বিশ্বের ২০০ টিরও বেশি দেশ। এক দেশ থেকে অন্য দেশে যেতে লাগে পাসপোর্ট। প্রায় ১০২ বছর পূর্ণ হল বিশ্বে পাসপোর্ট ব্যবস্থা চালু হয়েছে। এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের জন্য সকলকে ব্যবহার করতে হয় পাসপোর্ট। দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী সকলে ভ্রমণের সময় ব্যবহার করেন পাসপোর্ট। তবে, জানেন কি এই গোটা বিশ্বে এমন তিনজন ব্যক্তি আছেন, যাদের প্রয়োদন হয় না এই পাসপোর্টের।
এই তালিকায় আছেন ব্রিটেনের রাজা, জাপানের রাজা ও রানি। তৃতীয় চার্লস বর্তমানে পাচ্ছেন এই সুবিধা। এর আগে, রানি এলিজাবেথ এই সুবিধা পেতেন। তবে, তার স্বামী প্রিন্স ফিলিপকে নিজের সঙ্গে অবশ্যই ডিপ্লোমেটিক পাসপোর্ট রাখতে হত।
জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীও পেয়ে থাকেন এই সুবিধা। বর্তমানে জাপানের সম্রাট নারুহিতো ও তার স্ত্রী মাসাকো ওওয়াদা জাপানের সম্রাজ্ঞী। সম্রাট নারুহিতোর বাবা আকিহিতো সম্রাট পদ থেকে ছেড়ে দেওয়ার পর এই পদে তিনি আসিন হন। জানা যায়, ১৯৭১ সাল থেকে দেশের সম্রাট ও সম্রাজ্ঞীর জন্য এই বিশেষ ব্যবস্থা শুরু করে সে দেশের বিদেশ মন্ত্রক।
তবে, বিশ্বের বাকি সমস্ত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যখন এক দেশ থেকে অন্য দেশে যান, তখন তাদের ডিপ্লোমেটিক পাসপোর্টের প্রয়োজন হয়। তবে, একাধিক সুবিধা পান তারা। ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের সামনে সশরীরে উপস্থিত থাকতে হয় না। নিরাপত্ত পরীক্ষা ও অন্যান্য পদ্ধতি থেকে অব্যাহতি পান। তেমনই আমাদের ভারতে তিন ধরনের পাসপোর্ট প্রচলিত। সাধারণ নাগরিকদের জন্য নীল পাসপোর্ট। সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের জন্য বিশেষ পাসপোর্ট। এবং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির জন্য ডিপ্লোমেটিক পাসপোর্ট। এমনই নিয়ম রয়েছে এই দেশে।
আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D
আরও পড়ুন
হামাস জঙ্গিদের তাড়া করে হত্যা! বাসিন্দাদের উদ্ধারের রুদ্ধশ্বাস ভিডিও প্রকাশ ইজরায়েলের
হামাসের নাকের ডগা থেকে সাধারণ মানুষকে উদ্ধার করল ইজরায়েলি সেনা, দেখুন রুদ্ধশ্বাস ভিডিও