সংক্ষিপ্ত
ভিডিওর ক্যাপশনে লেখা আছে, "আপনি কী করবেন, যদি এরকম আপনার সঙ্গে ঘটে থাকে? আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফ্লাইটে যাত্রা করছি এবং এই ঘটনাটা সেই শ্রেষ্ঠত্বকে আরও নিখুঁত করে তুলেছে।"
বিমানে যাতায়াত করার ক্ষেত্রে খাবার বুক করা একটি প্রচলিত রীতি। অনেকেই এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে সময় বাঁচানোর জন্য ফ্লাইটেই নিজের খাবার বুক করে থাকেন। এই সাধারণ অভ্যাসটি বিমানে যাত্রা করার জন্যেও বেশ সুবিধাজনক এবং ঝামেলামুক্ত। কিন্তু, যদি বিমানের যাত্রীর বয়স হয় মাত্র ৫ বছর এবং তার খাওয়া-দাওয়ার বিষয়টি খুব- একটা পছন্দের না হয়ে থাকে, তখনই সমস্যার মধ্যে পড়তে হয় বাবা -মায়েদের। ঠিক যেমনটি ঘটেছিল সিঙ্গাপুর থেকে জাপানের টোকিওগামী এই বিমানে।
-
নির্দিষ্ট কিছু ব্যক্তি, বিশেষ করে অনেক শিশুরা বিমানের মধ্যে খাবার খেতে অসুবিধার সম্মুখীন হতে পারে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের এই বিমানটিতেও উঠেছিল এক ৫ বছর বয়সি শিশু, যে একা নিজে হাতে খাবার খেতে পারছিল না। সম্প্রতি তার ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গেছে যে, টোকিওগামী ওই বিমানে থাকাকালীন হঠাৎ দেখা যায়, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একজন মহিলা ক্রু সদস্য নিচু হয়ে খাবারের প্লেটে চামচ দিয়ে কিছু করছেন।
-
কাছে গেলে দেখা যায়, অত্যন্ত সযত্নে স্নেহের সঙ্গে তিনি ৫ বছরের ছোট্ট যাত্রীকে খাবার খাইয়ে দিচ্ছেন। সামনে রাখা দুটো ছোট ছোট প্লেট থেকে শিশু যাত্রীকে চামচ দিয়ে খাইয়ে দিচ্ছেন তিনি, তাও আবার অত্যন্ত ধীরে, একেবারে মায়ের মতো সস্নেহে। ভিডিওর ক্যাপশনে লেখা আছে, "আপনি কী করবেন, যদি এরকম আপনার সঙ্গে ঘটে থাকে? আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফ্লাইটে যাত্রা করছি এবং এই ঘটনাটা সেই শ্রেষ্ঠত্বকে আরও নিখুঁত করে তুলেছে।"