সংক্ষিপ্ত

গুলি চালানোর আতঙ্কে মনরো পার্কে উপস্থিত থাকা সমস্ত মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রায় ১০০ জন মানুষের ভিড় সামাল দিতে গিয়ে হিমশিম খেয়ে যান নিরাপত্তা কর্মীরা। 

ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবল গুলিবর্ষণ। ৪টি হ্যান্ডগান একসঙ্গে নিয়ে ঢুকে পড়ল আততায়ী। একের পর এক গুলিতে ঝাঁঝরা দুজন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫ জনকে।

মঙ্গলবার ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির ডাউনটাউন থিয়েটারের ভেতরে আয়োজিত হয়েছিল উচ্চ বিদ্যালয়ের স্নাতক অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর এক এক করে বেরচ্ছিলেন ছাত্রছাত্রী ও শিক্ষাকর্মীরা। সেই সময়েই ৪টি হ্যান্ডগান নিয়ে ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়েন এক যুবক। ঢুকে পড়ামাত্রই প্রবল বেগে গুলিবর্ষণ করতে শুরু করেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে যে, গুলি চলার আতঙ্কে মনরো পার্কে উপস্থিত থাকা সমস্ত মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রায় ১০০ জন মানুষের ভিড় সামাল দিতে গিয়ে হিমশিম খেয়ে যান নিরাপত্তা কর্মীরা।

এই ঘটনায় মোট ৭ জনের দেহে গুলি লাগে। তার মধ্যে ২ জন ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন এবং তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাকি ৫ জনের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

গুলি চালানোর দায়ে আগ্নেয়াস্ত্র সমেত এক ১৯ বছরের তরুণকে গ্রেফতার করেছে রিচমন্ড এলাকার পুলিশ। এই বিভাগের প্রধান প্রধান রিক এডওয়ার্ডস মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমের কাছে গ্রেফতারির খবর নিশ্চিত করেছেন।
 

আরও পড়ুন-

মাটি খুঁড়লেই বেরিয়ে আসছে কোটি কোটি টাকার হিরে, অন্ধ্রপ্রদেশের গ্রামে খুব গোপনে চলছে সিন্ডিকেট-রাজ
মোদীর ভাবমূর্তি দেখিয়ে আর হিন্দুত্ববাদী প্রচার করলেই বিজেপি ভোটে জিতবে না: সতর্ক করল আরএসএস

PM Modi: 'মার্কিন কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেওয়ার জন্য উন্মুখ', জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Weather News: তাপপ্রবাহের সঙ্গে একাধিক জেলায় ব্যাপকভাবে বাজ পড়ার সতর্কতা জারি