- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: তাপপ্রবাহের সঙ্গে একাধিক জেলায় ব্যাপকভাবে বাজ পড়ার সতর্কতা জারি
Weather News: তাপপ্রবাহের সঙ্গে একাধিক জেলায় ব্যাপকভাবে বাজ পড়ার সতর্কতা জারি
- FB
- TW
- Linkdin
পশ্চিমবঙ্গে গ্রীষ্মের দাপটে নাজেহাল আপামর বঙ্গবাসী। গরম, ঘাম আর ক্লান্তিতে তৈরি হয়েছে অস্বস্তিকর গলদঘর্ম পরিস্থিতি। এই পরিস্থিতিতে সতর্কতা আরও বাড়িয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বুধবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
কলকাতা, উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলা ছাড়া গাঙ্গেয় বঙ্গের সমস্ত জেলায় বুধবার চরম তাপপ্রবাহ বওয়ার কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় বাজ পড়ার আশঙ্কা রয়েছে।
বাজ পড়ার সাথে সাথে দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায় অতি সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ খুব সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে সাথে বাজ পড়তে পারে।
উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় চরম তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।
দুই বঙ্গেই আপাতত তাপমাত্রা একই রকম চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।