সংক্ষিপ্ত
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি লোক একটি কুমিরের ল্যাজ ধরে বসে রয়েছে। আর কুমির দুই চোয়ালের মধ্যে থেকে বেরিয়ে আসছে এক ব্যক্তি। সামনে দাঁড়িয়ে রয়েছে এক ব্যক্তি। দেখুন সেই ভিডিও।
কথায় আছে জলের কুমির ডাঙায় বাঘ। অর্থাৎ বাঘকেও যেমন ভয় ঠিক কুমিরকেও মানুষ তেমনই ভয় পায়। সেই কুমিরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে একদল নেটিজেন যেমন ভয় পেয়েছে, তেমনই অন্য দল তুমুল হাসাহাসি করেছে। কারণ কুমির দেখলেই সকলেরই ভয় লাগে। বিপজ্জনক প্রাণী হিসেবেই পরিচিত কুমির। কুমির যে মানুষের হাত আর পা কুট করে কেটে নিয়ে যায় সেই গল্প প্রায় সকলেরই জানা রয়েছে। তাই ভিডিওটি প্রবল প্রতিক্রিয়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি লোক একটি কুমিরের ল্যাজ ধরে বসে রয়েছে। আর কুমির দুই চোয়ালের মধ্যে থেকে বেরিয়ে আসছে এক ব্যক্তি। সামনে দাঁড়িয়ে রয়েছে এক ব্যক্তি। দেখুন সেই ভিডিও।
অনেকেই প্রথমবার দেখে যেমন আঁতকে উঠেছে অন্যরা অবশ্য প্রথম দর্শনেই ধরে ফেলে এটি একটি কুমির রোবট। অর্থাৎ সত্যিকারের নয়। সেই দলেরই একজন লিখেছেন, খুব ভাল করে লক্ষ্য করলেই বুঝবেন এটি কোনও রক্তপিপাসু প্রাণী নয়, এটি একটি রোবট।
রোবট ক্রোকোডাইল শিরোনামেই ভিডিওটি শেয়ার করা হয়েছে। দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। অনেকেই ভিডিওটির প্রশংসা করেছেন। পাশাপাশি স্টান্টের প্রশংলাও করেছেন- সত্যিকারের অবস্থার মতই ফুটিয়ে তোলার জন্য। অনেকে আবার এটির সৃজনশূলতা ও প্রযুক্তিগত দক্ষতার কথাও স্মরণ করেছেন।
তবে ভিডিওটি দেখে অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন,তারা এবার সত্যিকারের এমন একটি রক্তপিপাসু কুমির দেখার প্রতীক্ষায় দিন গুণছেন। তার উত্তর দিয়ে অন্য নেটিজেন বলেছেন - ওহ, অবশ্যই! এখন একগুচ্ছ ঈর্ষান্বিত মানুষ দাবি করছে এটি একটি প্লাস্টিক এবং কৃত্রিম কুমির।" তবে একজন মজা করে লিখেছেন মানুষটি এতটাই শক্তিশালী যে কুমারটি মারা গিয়েছে। সেটির চোয়ালও ভেঙে গেছে।