WhatsApp flaw exposed: সারা বিশ্বে কয়েকশো কোটি মানুষ মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাঁদের প্রত্যেকেরই ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ফলে অস্বস্তিতে পড়ে গিয়েছে মেটা (Meta)। 

DID YOU
KNOW
?
মেটার ব্যবস্থাপনায় ত্রুটি
মেটার পক্ষ থেকে হোয়াটসঅ্যাপের ব্যবস্থাপনায় ত্রুটির কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

WhatsApp Data: বিশ্বজুড়ে ৩৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ফোন নাম্বার ও প্রোফাইল ছবি ফাঁস হয়ে গেল! ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের (University of Vienna) গবেষকদের একটি দল জানিয়েছে, এক সাধারণ পদ্ধতির মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোন নাম্বার পাওয়া সম্ভব হয়েছে। গবেষকদের দাবি, হোয়াটসঅ্যাপের সুরক্ষা ব্যবস্থায় ফাঁক রয়েছে। অথবা এমনও হতে পারে যে হঠাৎ কোনও সমস্যা তৈরি হয়েছে। কিন্তু যে ঘটনাই ঘটে থাকুক না কেন, মেটার (Meta) কোনও গোলযোগ রয়েছে। হোয়াটসঅ্যাপের গোলযোগের জন্যই ব্যবহারকারীদের ফোন নাম্বার ও প্রোফাইল ছবি ফাঁস হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপের ব্যবস্থাপনার ত্রুটির জন্যই সারা বিশ্বের প্রায় সব ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে। এতদিন এ বিষয়ে কিছু জানা যায়নি। এবারই বিষয়টি প্রকাশ্যে এল।

ত্রুটি স্বীকার করেও সাফাই মেটার

মেটার পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে, ব্যবস্থাপনায় ত্রুটি ছিল। তবে এখন সেই ত্রুটি দূর করা সম্ভব হয়েছে। মেটার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপে কোনও ফোন নাম্বার আছে কি না, সে বিষয়ে কতবার খোঁজ নেওয়া যাবে, তা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। এর জন্য খরচও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। একইসঙ্গে মেটার দাবি, সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরই ফোন নাম্বার ও প্রোফাইল ছবি প্রকাশ্যে আছে। ফলে সেগুলি ফাঁস হয়েছে, এমন কথা বলা যাবে না। কিন্তু সবারই হোয়াটসঅ্যাপ নাম্বার ও প্রোফাইলের ছবি নির্দিষ্ট সংখ্যক ব্যক্তির কাছে থাকে। অনাকাঙ্খিত কারও কাছে ফোন নাম্বার থাকুক, তা কেউই চান না। কিন্তু এক্ষেত্রে তাই হয়েছে।

হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে তথ্য ফাঁস

ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, তাঁরা হোয়াটসঅ্যাপ ওয়েব ইন্টারফেস ব্যবহার করে প্রতি ঘণ্টায় কয়েক কোটি ফোন নাম্বার পেয়ে গিয়েছেন। মোট হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর মধ্যে প্রায় ৫৭ শতাংশের অ্যাকাউন্ট চিহ্নিত করা সম্ভব হয়েছে। প্রোফাইলের ছবি পাওয়া গিয়েছে। ২৯ শতাংশ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর চ্যাটও দেখতে পাওয়া গিয়েছে। এরপরেও মেটা দাবি করছে তথ্য ফাঁস হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।