- Home
- World News
- International News
- Rabies Virus: কুকুরছানার একটু আঁচড়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহিলা, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
Rabies Virus: কুকুরছানার একটু আঁচড়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহিলা, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
Stray Dog Bites: প্রিয় পোষ্য হিসেবে কুকুর পছন্দ করেন না এরকম লোক কমই আছে বোধহয়। কিন্ত এই পশুর একটুৃখানি আঁচড় যে এতবড় বিপদ ডেকে আনবে তা হয়ত স্বপ্নেও কল্পনা করতে পারেন না অনেকেই।

কুকুরের কামড়ে আতঙ্ক
রাস্তাঘাটে পথে চলতে আমরা অনেক কুকুরই দেখতে পাই। কিন্তু এই কুকুরের কামড় যে কতটা মারাত্মক হতে পারে তা নিজের জীবন দিয়ে বোঝালেন এক মহিলা।
ঠিক কী ঘটেছিল?
জানা গিয়েছে, আদতে ইংল্যান্ডের বাসিন্দা বছর ৫৯ এর ইয়োভনে ফোর্ড কয়েকদিন আগে আফ্রিকার মরক্কে শহরে বেড়াতে গিয়েছিলেন। সেখানে রাস্তায় ঘুরতে গিয়েই বিপত্তি বাধে। যার পরিমাণ হল চরম!
কুকুর কামড়ে মৃত্যু!
সূত্রের খবর, আফ্রিকার রাস্তায় বেড়ানোর সময় ইংল্যান্ডের বাসিন্দা ইয়োভনে ফোর্ডকে একটি স্ট্রিট ডগ আঁচড়ে দেয়। সেখান থেকেই শুরু সমস্যার। বাড়ি ফেরার পর গত ১১ জুন মারা যান ওই প্রৌঢ়া।
কুকুরছানার কামড় থেকে মৃত্যু
ইয়োভনে ফোর্ডের মেয়ে রবীন টমসন জানিয়েছেন যে, আফ্রিকার রাস্তার কুকুরের কামড়েই তার মায়ের মৃত্যু হয়েছে। কারণ মারা যাওয়ার দু-সপ্তাহ আগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
কী কারণে মৃত্যু?
আরও জানা গিয়েছে যে, মরক্কোর রাস্তার তার মা ইয়োভনে ফোর্ডকে একটি কুকুর ছানা আঁচড়ে দিয়েছিল। বাচ্চা কুকুর বলে তিনি বিষয়টি তেমন আমল দেননি।
শুরু হয় শারীরিক অসুস্থতা
মারা যাওয়ার দুই সপ্তাহ আগে ইয়োভনে ফোর্ড গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তার শরীরে দেখা দিয়েছিল জলাতঙ্ক রোগের উপসর্গ। ঠিকমত খেতে পারছিলেন না তিনি। কথা বলতেও অসুবিধা হচ্ছিল।
জলাতঙ্ক রোগের উপসর্গ
জানা গিয়েছে, ইয়োভনে ফোর্ডের দেহে জলাতঙ্ক রোগের উপসর্গ দেখা গিয়েছিল। যার কারণে তিনি অকালে মারা যান। এই রোগে যে সমস্ত উপসর্গ দেখা যায় তা হল- কামড়ানো বা আঁঁচড়ানো জায়গাটি চুলকায়, ঘোর লেহগে যায়, হঠাৎ নিজেকে চাঙ্গা মনে হয়, উৎকণ্ঠা জাগে, খেতে, শ্বাস নিতে সমস্যা হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না।

