সংক্ষিপ্ত
- আইপিএলের প্রথম দুটি ম্য়াচ হয়ে গিয়েছে
- প্রথম ম্যাচে জয় পেয়েছে বিরাটের আরসিবি
- দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে শ্রয়সের দিল্লি
- দুই ম্যাচের পর প্রতিক্রিয়া দিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়
হয়ে গিয়েছে আইপিএল ২০২১-এর প্রথম দুটি ম্যাচ। দুটি ম্য়াচেই ভালো ক্রিকেট উপহার পেয়েছে ক্রিকেট প্রেমিরা। করোনা আবহে আইপিল মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। গতবার ঠিক যেমনটা হয়েছিল। পরপর দুবার একাধিক চ্যালেঞ্জের মধ্যে আইপিএএল আয়োজন করতে হল বিসিসিআইকে। এবার আইপিএলের প্রথম দুটি ম্য়াচ নিয়ে প্রতিক্রিয়া দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
আইপিএ ২০২১-এর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্য়াচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রথমবার মাঠে বসে ম্য়াচ দেখলেন বিসিসিআই সভাপতি। মাঠে বসে ম্য়াচ দেখার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ক্যাপশনে বিসিসিআই সভাপতি লেখেন,'আইপিএলের শুরুতেই ২টো অসাধারণ ম্যাচ হল। দারুণ লাগল মাঠে বসে ম্যাচ দেখতে'।
তবে দ্বিতীয় ম্য়াচ বাড়িতে বসেই দেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার ভোট দেওয়ার জন্য শহরে ফিরেছিললেন বিসিসিআই প্রেসিডেন্ট। সস্ত্রীক নিজের কেন্দ্রে গিয়ে ভোটদানও করেছেন সৌরভ। তবে আইপিএলের প্রথম দুটি ম্যাচে যেভাবে টানটান লড়াই হয়েছে, তাতে খুবই উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। পুরো আইপিএলেও প্রতিবারের মতই হাই কোয়ালিটির ক্রিকেট দেখা যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি।