সংক্ষিপ্ত

  • এবারের আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ধোনি
  • সিএসকের বিদায়ের পাশাপাশি ব্যাট হাতেও ব্যর্থ 
  • আগামি আইপিএলে ধোনির ভবিষ্য নিয়ে উঠছে প্রশ্ন
  • সেই বিষয়ে  আরও এক কদম এগিয়ে মন্তব্য আকাশ চোপড়ার
     

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এবারের আইপিএলে ধোনির পারফরমেন্স দিকে নজর ছিল সকলের। ভাবা হয়েছিল আইপিএলে আরও একবার দুরন্ত খেলে নিজের জাত চেনাবেন সিএসকে অধিনায়ক। কিন্তু এবারের আইপিএলে ধোনিকে পাওয়া যায়নি তার পুরনো মেজাজে। তার দল প্রতিযোগিতার প্রথম দল হিসেবে বাইরে যাওয়ার পাশাপাশি দু-একটি ছোট ইনিংস ও ক্যাচ ছাড়া তেমন কিছুই করতে পারেননি ধোনি। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে আগামি মরসুমে সিএসকের অধিনায়ক থাকবেন কিনা মাহি। কিন্তু আরও একধাপ এগিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া দাবি করে বসলেন, অধিনায়ক তো দূর পরের আইপিএলে ধোনিকে দলেই রাখা উচিৎ নয় চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্টের।

আরও পড়ুনঃযুবরাজের বোনের প্রেমে পড়েছিলেন রোহিত শর্মা, যুবির হুমকির শিকার হয়েছিলেন 'হিটম্য়ান' 

আরও পড়ুনঃ৬ মাসের প্রেমেই সানিয়াকে নিয়ে হোটেলের ঘরে শাহিদ, গোপন কাহিনি ফাঁস করেন হোটেল কর্মী

ধোনিকে দলে না নেওয়ার পেছনে একাধিক কারণও উল্লেখ করেছেন আকাশ চোপড়া। টাকা থেকে শুরু পারফরমেন্স, সবদিকই তার বক্তব্যে তুলে ধরেছেন আকাশ পরের বার আইপিএল নিলামের সময় ধোনিকে দলে না রাখার পরামর্শ চেন্নাই সুপার কিংসকে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। এক ভিডিয়োয় আকাশ চোপড়া বলেছেন,'আমার মনে হয়, নিলাম হলে ধোনিকে ছেড়ে দেওয়া উচিত চেন্নাইয়ের। ধোনিকে দলে রাখা উচিত নয়, এ কথা আমি বলছি না। কারণ ধোনি আগামী আইপিএলে খেলবে। রিটেইন করা হলে ধোনির জন্য ১৫ কোটি টাকা খরচ করতে হবে চেন্নাইকে।' আকাশচোপড়া আরও বলেন,'চেন্নাই সুপার কিংসের এখন দরকার এমন একজন ক্রিকেটার যে তিন বছর খেলবেন। ধোনি কি তিন বছর খেলবে হলুদ জার্সিতে?' এছাড়াও আকাশ চোপড়া মনে করেন সিএসকের জন্য আগামি বছরের নিলাম খুবই গুরুত্বপূর্ণ। কারণ সিএসকের দলে এমন অনেক প্লেয়ার রয়েছে যাদের রিটেইন করা যাবে না।  কিন্তু ধোনিকে নিয়ে আকাশ চোপড়ার এহেন বক্তব্য নতুন বিতর্কের সূত্রপাত করেছে।

আরও পড়ুনঃবরফের স্তূপ ভেঙে ঢুকে যাচ্ছেন ওয়ার্নারের স্ত্রী, ক্যান্ডিস ওয়ার্নারের এমন কিছু দুর্ধর্ষ ছবি যা এখন ভাইরাল