সংক্ষিপ্ত
- আজ আইপিএলে মাঠে নামছে কেকেআর
- প্রতিপক্ষ এমএস ধোনির চেন্নাই সুপার কিংস
- চেন্নাইকে হারাতে বদ্ধপরিকর নাইট রাইডার্স
- অপরদিকে জয় পেতে মরিয়া সিএসকে শিবিরও
আজ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হতে চলেছে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রতিযোগিতার শুরুটা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লজ্জার হার দিয়ে শুরু করলেও, ছন্দে ফিরেছে দীনেশ কার্তিকের দল। সানরাইজার্স হায়দরবাদ ও রাজস্থান রয়্যালসকে অনায়াসেই হারিয়েছে কেকেআর। কিন্তু শেষ ম্যাচে শারজায় দিল্লির বিরুদ্ধে ২২৯ রান তাড়া করতে গিয়ে হারতে হয়েছিলল দুবারের আইপিএল চ্যাম্পিয়নদের। যদিও ২২৯ রান চেজের কাছাকাছি চলে গিয়েছিলল কলকাতা। তবে আজকের ম্য়াচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পেতে মরিয়া নাইটরা। তবে রাসেল, নারিন, কার্তিকের ফর্ম নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। বর্তমানে পয়েন্ট টেবিলে চতুর্থস্থানে রয়েছে নাইটরা। আজ ধোনির দলকে হারিয়ে উপরে ওঠার বিষয়ে আত্মবিশ্বাসী কিং খানের দল।
অপরদিকে, পরপর তিন ম্যাচে হারের পর শেষ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে দুরন্তভাবে ছন্দে ফিরেছে চেন্নাই সুপার কিংস। পঞ্জাবের বিরুদ্ধে ১০ উইকেটের রেকর্ড জয় সিএসকে দলের অন্দরে পরিবেশটাই পাল্টে দিয়েছে। আট থেকে ৫ উঠে এসেছে এমএস ধোনির দল। কেকেআরের বিরুদ্ধে জেতার জন্য বদ্ধপরিকর ধোনি-ওয়াটসন-ডুপ্লেসি- ব্রাভো-রায়ডুরা। প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে আগে থেকেই ছিলেন ডুপ্লেসি, গত ম্যাচে ওয়াটসন রানে ফেরায় স্বস্তি ফিরেছে সিএসকে শিবিরে। ধীরে ধীরে ছন্দে ফিরছেন ধোনিও। মিডল অর্ডারে দলকে ভরসা দেওয়ার জন্য রয়েছে রায়ডু-কেদার যাদবরা। বোলিং লাইনআপে ধারাবাহিকতার অভাব থাকলেও, স্যাম কুরান, দীপক চাহার, সার্দুল ঠাকুর, জাদেজা, পীযুষ চাওলাদের উপর ভরসা রেখেই কেকেআর বধের ছক কষছে তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
পিচ ও ওয়েদার রিপোর্ট-
অআবুধাবির পিচ ব্যাটিং সহায়ক হতে চলেছে। প্রথম বা দ্বিতীয় ইনিংসে পিচের খুব একটা পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে পিচ থেকে স্পিন বোলাররা কিছুটা সুবিধা পাবে। তবে ফাস্ট ব্যাটিং যারা করবে তারাই কিছুটা অ্যাডভান্টেজ পাওয়ার সম্ভাবনা বেশি। আবধাবির আজকের তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রির আশেপাশে। পাশাপাশি বজায় থাকবে আদ্রতা জনিত অস্বস্তি।
ম্যাচ প্রেডিকশন-
দুই দলই শক্তিশালী ও দুই দলেই রয়েছে একাধিক ম্যাচ উইনার। তবে সাম্প্রতিক ফর্মের বিচারে চেন্নাই সুপার কিংসের থেকে এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাই আজকের ম্যাচ এমএস ধোনির দলকে হারিয়ে জেতার সম্ভাবনাই বেশি দীনেশ কার্তিকের দলের।