সংক্ষিপ্ত
- আজ ডবল হেডারে দুবাইতে হতে চলেছে দ্বিতীয় ম্যাচ
- মুখোমুখি হতে চলেছে কিংস ইললেভেন ও সানরাইজার্স
- দুই দলই লিগ টেবিলে ১০ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে
- তাই শেষ চারে যেতে এই ম্যাত জিততে মরিয়া দুই দল
আজ আইপিএলের ডবল হেডার । দ্বিতীয় ম্যাচে দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে কিংস ইলেভেন পঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদ। ১০ ম্যাচে ৮ পয়েন্ট লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ডেভিড ওয়ার্নারের দল । অপরদিকে সমসংখ্য ম্যাচে একই পয়েন্ট নিয়ে রানরেটের বিচারে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে কেএল রাহুলের দল। শেষে চারে উঠতে হলে এই ম্যাচ দুই দলের কাছেই কার্যত ডু অর ডাই ম্যাচ। তাই একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ হায়দরাবাদ ও পঞ্জাব। আর আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
এবারের আইপিএলের প্রথম পর্বের সাতটি ম্যাচ একেবারেই ভাল যায়নি কেএল রাহুলের দলের কাছে। মাত্র একটিতে জয় পেয়েছিল তারা। কিন্তু দ্বিতীয় পর্বে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে কিংস ইলেভেন পঞ্জাব দল। পরপর তিনটি ম্যাচে মুম্বই, ব্যাঙ্গালোর ও দিল্লিকে হারানোর আত্মবিশ্বাস ফিরে পেয়ছে কোচ অনিল কুম্বলের দল। ব্য়াটিং লাইনআপে দুরন্ত ফর্মে রয়েছে কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। ক্রিস গেইল দে আসায় আরও শক্তিশালী হয়েছে ব্য়াটিং লাইনআপ। রানের মধ্যে রয়েছে নিকোলাস পুরানও। কিছুটা ফর্মে ফরিছেন গ্লেন ম্যাক্সওয়েলও। শেষের দিকে দীপক হুডাও ভাল ব্যাট করছেন। অপরদিকে, বোলিং লাইনআপে দুরন্ত ছন্দে রয়েছেন মহম্মদ শামি, কবি বিষ্ণোই, অর্শদীপ সিংরা। প্রথম পর্বের সাক্ষাতে সানরাইজার্সের বিরুদ্ধে হারতে হয়েছিল পঞ্জাবকে। তাই হায়দরাবাদকে হারিয়ে শেষ চারে দাবিদার হতে মরিয়া হয়ে উঠেছে কিংস ইলেভেন পঞ্জাব দল।
অপরদিকে প্রথম পর্বের সাক্ষাতের মতই দ্বিতীয় পর্বেও কিংস ইললেভেন পঞ্জাবকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ম্য়াচে রাজস্থান রয়্য়ালসকে ৮ উইকেটে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে ডেভিড ওয়ার্নারের দল। এবার শেষ চারে জায়গা পাকা করতে মরিা হয়ে উঠেছে হায়দরাবাদ। প্রতিযোগিতায় রানের মধ্যে রয়েছেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। যদিও শেষ ম্যাচে রান পাননি তারা। তাই আজ পঞ্জাবের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া দুজন। অপরদিকে শেষে ম্যাচে অনবদ্য ইনিমংস খেলে রানে ফিরেচে মণীশ পাণ্ডে ও বিজয় শংকর। মিডল অর্ডারের ব্যাটসম্যানরা রানে ফেরায় স্বস্তি ফিরেছে দলে। প্রিয়ম গর্গ, আবদুলল সামাদরাও নিজেদের সেরাট উজার করি দিতে মরিয়া হয়ে রয়েছেন। অন্যদিকে বোলিং লাইনআপে দুরন্তে ফর্মে রয়েছেন রাশিদ খান ও গত ম্য়াচে দলে সুযোগ পাওয়া ক্যারেবিয়ান তারকা জেসন হোল্ডার। ছন্দে রয়েছেন টি নটরাজন ও সন্দীপ শর্মারা। ফলে পরিস্থিতি যাই থাকত পঞ্জাব বধের জন্য বদ্ধপরিকর হায়দরাবাদ দল।
পিচ ও ওয়েদার রিপোর্ট-
দুবাই পিচ প্রতিযোগিতার প্রথম থেকেই ব্যাটিং সহায়ক। ফলে ব্যাটসম্যানরা এখানে খেলতে স্বাচ্ছন্দ্যই বোধ করেন। তবে মাঠ বড় হওয়ায় স্পিনাররা কিছুটা সুবিধা পেতে পারে। তবে প্রথম দিকে দুবাইতে প্রথম ব্যাট করা দলরাই জয় পাচ্ছিল, তবে শেষ কিছু ম্য়াচে রান চেজ করেও এসেছেন সাফল্য। আজ দুবাইয়ের তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রির আশেপাশে। বজায় থাকবে আদ্রতা জনিত অস্বস্তি।
ম্যাচ প্রেডিকশন-
দুবাইয়ের উইকেট ব্যাটসম্যানদের জন্য ভাল। তারউপর দুদলের সাম্প্রতিক ফর্মও একইরকম। তবে উইকেটের বিচার ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যেই দল দুবাইতে দ্বিতীয় ব্যাটিং করবে তারাই জয় পাবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচে।