সংক্ষিপ্ত
- আজ আইপিএলে বিরাট বনাম মর্গ্যান দ্বৈরথ
- ২টি ম্য়াচ জিতে দুরন্ত ছন্দে রয়েছে আরসিবি
- শেষ ম্যাচে হেরে একটু চাপ বেড়েছে নাইটেদর উপর
- আজকের ম্যাচে দুই দল জেতার জন্য মরিয়া হয়ে উঠেছে
আজ আইপিএলের সুপার সানডের প্রথম ম্যাচে বিরাটের আরসিবির মুখোমুখি হতে চলেছে মর্গ্যানের কেকেআর। পরপর দুটি ম্যাচ জিতে ২০২১ আইপিএল মরসুমের শুরুটা দুরন্ত করেছে বিরাট কোহলির দল। অপরদিকে প্রথম ম্য়াচ জিতলেও, দ্বিতীয় ম্যাচে হেরে চাপ বেড়েছে নাইটদের উপর। একদিকে আজকের ম্য়াচ জিতে জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া আরসিবি। অপরদিকে জয়ে ফিরতে বদ্ধপরিকর আরসিবি। মেগা ম্য়াচের আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
আরও পড়ুনঃMatch Prediction- জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে আরসিবি, ছন্দে ফিরতে মরিয়া কেকেআর
কেকেআরের সম্ভাব্য একাদশ-
২ টি ম্যাচে একটি জয় একটি হার হলেও, দলে এখনও খুব একটা রদবদল আনতে নারাজ কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। এখনও পর্যন্ত যা খবর তাতে কেকেআরের ব্যাটিং লাইনআপে থাকছেন নীতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক ( উইকেট রক্ষক)। অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন আন্দ্রে রাসেল ও শাকিব আল হাসান। বোলিং লাইনআপে থাকছেন প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী।
আরও পড়ুনঃ এই 'ডিভার' প্রেমেই 'ক্লিন বোল্ড' ঋষভ পন্থ, জানুন কে এই সুপার হট অ্যান্ড সেক্সি সুন্দরী
কেকেআরের সম্ভাব্য একাদশ
নীতিশ রানা
শুভমান গিল
রাহুল ত্রিপাঠী
ইয়ন মর্গ্যান (অধিনায়ক)
দীনেশ কার্তিক ( উইকেট রক্ষক)
আন্দ্রে রাসেল
শাকিব আল হাসান
প্যাট কামিন্স
হরভজন সিং
প্রসিদ্ধ কৃষ্ণা
বরুণ চক্রবর্তী
আরসিবির সম্ভাব্য একাদশ-
পরপর ২ ম্যাচে জয় পেয়েছে আরসিবি। তাই উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ টিম ম্যানেজমেন্ট। আজকে কেকেআরের বিরুদ্ধে আরসিবির প্রথম এককাদশে থাকছেন, ওপেনিংয়ে দেবদূত পাড়িকল, বিরাট কোহলি (অধিনায়ক)। মিডল অর্ডারে থাকছেন এবি ডিভিলিয়ার্স (উইকেট রক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল। অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ ও ড্যান ক্রিস্টিয়ান। বোলিং লাইনআপে থাকছেন কাইল জেমিসন, হার্সল প্যাটেল, যুজবেন্দ্র চাহল, মহম্মদ সিরাজ।
আরও পড়ুনঃ দক্ষিণী হট অভিনেত্রীর লুকসে 'ক্লিন বোল্ড' সানরাইজার্সের 'চুলবুল পাণ্ডে', জানুন সেই কাহিনি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ
দেবদূত পাড়িকল
বিরাট কোহলি (অধিনায়ক)
এবি ডিভিলিয়ার্স (উইকেট রক্ষক)
গ্লেন ম্যাক্সওয়েল
ড্যান ক্রিস্টিয়ান
শাহবাজ আহমেদ
ওয়াশিংটন সুন্দর
কাইল জেমিসন
হার্সল প্যাটেল
যুজবেন্দ্র চাহল
মহম্মদ সিরাজ
দুই দলের পরিসংখ্যানের নিরিখে কেকেআর কিছুটা এগিয়ে রয়েছে। মোট ২৭ বার দুদলের সাক্ষাতে কেকেআর জিতেছে ১৫ বার ও আরসিবি জিতেছে ১২ বার। কিন্তু চলতি প্রতিযোগিতায় ফর্মের নিরিখে আরসিবিকে এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে সুপার সানডেতে আরও একটি হাড্ডাহাড্ডি রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপক্ষায় ক্রিকেট প্রেমিরা।