সংক্ষিপ্ত

  • আজ আইপিএলে সাানরাইজার্সের মরণ বাঁচন ম্যাচ
  • প্রতিপক্ষ লিগ টেবিলে এক নম্বরে থাকা মুম্বই ইন্ডিয়ান্স
  • ম্য়াচ জিতে প্লে অফে যেতে মরিয়া ডেভিড ওয়ার্নারের দল
  • অপরদিকে গ্রুপ লিগের শেষ ম্যাচ জিততে চায় মুম্বইও
     

আজ শারজায় আইপিএলের গ্রুপ লিগের শেষ ম্যাচ মুখোমুখি হতে চলেছে মুন্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরবাদ। ইতিমধ্যেই গ্রুপ টপার হিসেবে প্লে অফে পৌছে গিয়েছে ৪ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। অপরদিকে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ডেভিড ওয়ার্নারের দল। তবে রান রেট ভাল থাকায় আজ জিতলেই কেকেআরকে টপকে প্লে অফে পৌছে যাবে সানরাইজার্স হায়দরাবাদ। ফলে আজ জিততে মরিয়া ওয়ার্নার, ঋদ্ধি, রাশিদ খানরা।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ-
আজকের এই মেগা ম্যাচে নামার আগে দুই দলের সম্ভাব্য একাদশ কী হতে চলেছে, তা নিয়ে সকলের মধ্যেই কৌতুহল রয়েছে। তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে এই ম্যাচেও বেয়ারস্টোকে ছাড়াই নামতে চলেছে সানরাইজার্স। ব্যাটি লাইনআপে থাকছেন ডেভিড ওয়ার্নার, ঋদ্ধমিনা সাহা, মণীশ পাণ্ডে, কেন উইলিয়ামসন, অভিষেক শর্মা, আবদুল সামাদ। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন জেসন হোল্ডার। বোলিং লাইনআপে থাকছেন দুরন্ত ফর্মে থাকা রাশিদ খান ও সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, টি নটরাজন। 

 

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ-
মুম্বই ইন্ডিয়ান্সের কাছে এই ম্যাচ নিয়ম রক্ষার হলেও, হাল ছাড়তে নারাজ কায়রন পোলার্ডের দল। গ্রুপ লিগের শেষ ম্যাচ জিতে জয়ের ধারা বজায় রাখতে চাইছে মুম্বই। তাই আজকের ম্যাচকে একেবারে হালকাভাবে নিচ্ছে না গোটা দল। আজ মুম্বইয়ের ব্যাটিং লাইনআপে থাকার সম্ভাবনা কুইন্টন ডিকক, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কায়রন পোলার্ড। অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন ক্রুণাল পান্ডিয়া, জয়ন্ত যাদব। বোলি লাইআনআপে থাকছেন ন্যাথান কুল্টারনাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা।

 

মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান-
দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। কারন এখনও পর্যন্ত আইপিএলের ১৫ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। তার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ৮ বার ও ৭ বার জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে এবারের আইপিএলের হায়দরাবাদের ধারাবাহিকতার অভাব থাকলেও, দুরন্ত ফর্মে রয়েছে মুম্বই। তাই আজকের ম্যাচে মুম্বইকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।