- প্রথম ২ ম্যাচে জয় পেয়েছে এটিকে মোহনবাগান
- তৃতীয় ম্যাচে ওড়িশা এফসির মুখোমুখি হাবাসের দল
- ম্যাচ জিতে লিগ টপে যেতে মরিয়া সবুজ-মেরুণ শিবির
- অপরদিকে প্রথম জয়ের জন্য ঝাঁপাতে প্রস্তিত ওড়িশা
আজ আইএসএলে তৃতীয় ম্য়াচে মাঠে নামছে এটিকে মোহনবাগান। মরসুমের প্রথম দুটি ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে অ্যান্টোনিও লোপেজ হাবাসের দল। শেষ ম্যাচে ডার্বি জয়ের পর আত্মবিশ্বাসও তুঙ্গে রয়েছে সবুজ-মেরুণ শিবিরের। আজ ওড়িশা এফসির বিরুদ্ধেও জয়ের ব্যাপারে আশাবাদী বাগান শিবির। ম্যাচে নামার আগে অনুশীলনে দলকে তৈরি করে নিয়েছেন হাবাস। দলের ছকে আজ পরিবর্তন করতে পারেন হাবাস। ৩-৪-১-২ ছকে আজ দল নামাতে পারেন বাগান কোচ। এক নজরে দেখে নেওয়া যাক ওড়িশার বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ।
অপরদিকে, ওডিশার কোচ স্টুয়ার্ট বাক্সটারের অধীনে ২টি ম্য়াচে খেলা হয়ে গিয়েছে। জামশেদপুরের বিরুদ্ধে আগের ম্যাচ ড্র করলেও প্রথম ম্যাচে তারা হায়দরাবাদের কাছে ম্য়াচ হারতে হয়েছিল ওড়িশাকে। তাই বাগানের বিরুদ্ধে ঘুড়ে দাঁড়ানোর লড়াই বাক্সটারের দলের। প্রধান প্লেয়ারমার্সেলিনহো হলেও, এন কুমার, মার্সেলিনহো, এলপি সিং, বোরা, অ্যালেকজান্ডারদের উপরও ভরসা রাখছেন ওড়িশা কোচ। এটিকে মোহনবাগানের মত শক্তিশালী দলের বিরুদ্ধে সংঘবদ্ধ ফুটবল খেলেই বাজিমাত করতে চান স্টুয়ার্ট বাক্সটার। এক নজরে দেখে নেওয়া যাক ওড়িশা এফসির সম্ভাব্য একাদশ।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 3, 2020, 4:31 PM IST