- ৫২ তম বর্ষে পদার্পণ করতে চলেছে সন্তোষপুর এভিনিউ সাউথ
- এবছর তাদের ভাবনা প্রতিচ্ছবি
- নতুন চমক নিয়ে আসতে চলেছে তাদের এবারের প্যান্ডেল
- গতবছরেও এরকমই এক সুন্দর প্যান্ডেলের মাধ্যমে নজর কেড়েছিল এই ক্লাব
ইতিমধ্যেই মা দুর্গার আগমন বার্তায় সেজে উঠেছে চারিদিক। শুধু তাই নয় প্রকৃতিও জানান দিচ্ছে মায়ের আগমনের। আর এরই মধ্যে নিজেদের নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে প্যান্ডেলের কাজ শুরু করেছে দুর্গা পুজো কমিটি এবং ক্লাবগুলি। তাদের মধ্যেই আবারও একটি নতুন ও অভিনব ভাবনা দিয়ে নিজেদের পুজো প্যান্ডেল সাজাতে চলেছে সন্তোষপুর এভিনিউ সাউথ।
৫২ তম বর্ষে পদার্পণ করেছে সন্তোষপুর এভিনিউ সাউথ। অনান্য বছরের মত এবছরেও এক নতুন থিম আনতে চলেছে তাদের পুজোমণ্ডপে। তাদের এবারের ভাবনা 'প্রতিচ্ছবি'। যদি পুরোপুরি জানা যায়নি এই থিম সম্পর্কে। থিম সম্পর্কে পুরোপুরি জানতে হলে আর মাত্র কিছুদিনের অপেক্ষা। সন্তোষপুর এভিনিউ সাউথ-এর এই থিমের সৃজনে রয়েছেন সুশান্ত পাল এবং আবহ সঙ্গীতে রয়েছেন সৌরেন্দ্র ও সৌমজিৎ।
তাদের গত বছরের প্যান্ডেলেও এরকমই একটা নতুন চিন্তাভাবনার সঙ্গে এসেছিল তারা। সেই পুজোমন্ডপ দর্শনার্থীদের কাছে অনেক জনপ্রিয়তাও পেয়েছিল। তাই তাদের এবছরের থিম ছাপিয়ে যাবে আগের বছরকে নাকি আগের বছরই সেরা থাকবে তা জানার জন্য কিছিউদিন অবশ্যই অপেক্ষা করতে হবে সকলকে।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 23, 2019, 2:29 PM IST