সংক্ষিপ্ত
- রাজ্য়ের৬০ জন মৃতের মধ্য়ে কলকাতারই ২১
- যা চিন্তা বাড়িয়েছে কলকাতা পুরসভার
- কেবল কলকাতাতেই আক্রান্ত ৩১ হাজারের বেশি
- মহানগরে করোনা নিয়ে মৃত্যু হয়েছে হাজারের বেশি রোগীর
রাজ্য়ের৬০ জন মৃতের মধ্য়ে শুধু কলকাতারই রয়েছেন ২১ জন। যা চিন্তা বাড়িয়েছে কলকাতা পুরসভার। রাজ্য়ের করোনা বুলেটিন বলছে,পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ১, ১০,৩৫৮ জনের মধ্য়ে কেবল কলকাতাতেই আক্রান্ত ৩১ হাজারের বেশি৷ মহানগরে করোনা নিয়ে মৃত্যু হয়েছে হাজারের বেশি রোগীর। তবে আশার খবর,সুস্থ হয়ে বাড়ি উঠেছেন ২৩ হাজারের বেশি কোভিড রোগী।
শুক্রবার শুধু কলকাতাতেই করোনা নিয়ে মৃত্যু হয়েছে ২১ জনের৷ বৃহস্পতিবার যেই সংখ্য়াটা ছিল ১৬ জনে৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত কলকাতাতেই মৃত্যু হয়েছে ১,০৩৬ জনের৷ একদিনে তিলোত্তমায় আক্রান্ত হয়েছেন ৬১৫ জন৷ সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১,০৮৫ জনে৷ করেনা বুলেটিন অনুযায়ী, কলকাতায় এখন অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬,৫৫৭ জন৷
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬৩৫ জন৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মোট ২৩,৪৯২ জন৷ রাজ্য়ের করোনা বুলেটিন বলছে, একদিনে রাজ্যে করোনা নিয়ে মারা গিয়েছেন ৬০ জন। যা সত্য়িই স্বাস্থ্য় দফতরের কাছে উদ্বেগের বিষয়।
এখানেই থেমে থাকছে না আশঙ্কার পরিবেশ। সংখ্য়তত্ত্ব বলছে,গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় সংক্রামিত হয়েছেন তিন হাজারেরও বেশি। একদিনে পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ৩,০৩৫ জন। বৃহস্পতিবার এই সংখ্য়াটা ছিল ২,৯৯৭ জন৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে আক্রান্ত হয়েছেন ১,১০,৩৫৮ জন৷
বাংলায় সংক্রমণে মৃতের তত্ত্ব বলছে,কদিন ধরেই পঞ্চাশের নীচে নামছিল না সংখ্যাটা। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৫৬ জন৷ বুধবার ৫৪ জন৷ সব মিলিয়ে রাজ্য়ে মৃতের সংখ্য়া দাঁড়াল ২,৩১৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬,৮৫০ জন৷ যা একদিনে বেড়েছে ৪০৩ জন৷ স্বাস্থ্য় দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,৫৭২ জন৷ সব মিলিয়ে এই সংখ্য়াটা দাঁড়িয়েছে ৮১,১৮৯ জনে৷ যার ফলে রাজ্য়ে সুস্থ হয়ে ওঠার হার বেড়ে হয়েছে ৭৩.৫৭ শতাংশ৷ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৩১ হাজার ছাড়াল টেস্টের সংখ্যা৷ একদিনে করোনা টেস্ট হয়েছে ৩১,৩১৭ টি৷