সংক্ষিপ্ত

  • ঋতুপর্ণা সেনগুপ্তকে দেওয়া হল বঙ্গ নারী রত্ন সম্মান 
  • সংবর্ধিত করা হয় পরিচালক ব্য়াক্তিত্ব নির্মল চক্রবর্তীকে 
  • সুন্দরভাবে সংযোজনা করেন সুমিত্র বন্দ্য়োপাধ্য়ায় 
  • অনুষ্ঠিত হয়,  তেঘরিয়ার সার্কেল ক্লাব অডিটোরিয়ামে 
     

 সম্প্রতি অনুষ্ঠিত হল, নব দীশা অ্য়াস্ট্রোলজার্স ফেডারেশন আয়োজিত নারি নিলয়ম ট্রাস্ট এর দ্বিতীয় বার্ষিক সম্মেলন  উত্তর কলকাতার তেঘরিয়ার সার্কেল ক্লাব অডিটোরিয়ামে। এদিনের অনুষ্ঠানে সংবর্ধিত করা হল চলচ্চিত্র জগতের সেরা নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তকে। 

 

 

আরও পড়ুন, বাড়ির বৈদ্যুতিন বর্জ্য নিয়ে যাবে কলকাতা পৌরসভা, চালু হেল্পলাইন নম্বর


 সূত্রের খবর, পয়লা মার্চ ২০২০ উত্তর কলকাতার তেঘরিয়ার সার্কেল ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল, নব দীশা অ্য়াস্ট্রোলজার্স ফেডারেশন আয়োজিত নারি নিলয়ম ট্রাস্ট এর দ্বিতীয় বার্ষিক সম্মেলন। উল্লেখ্য়, সকলের পছন্দের অন্য়তম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে দেওয়া হল বঙ্গ নারী রত্ন সম্মান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিএএফ-র সভাপতি অভিজিৎ কৃষ্ণাণ সহ সভাপতি সূর্য নাথ রায় ছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু গুণীজন।

 

 

আরও পড়ুন, আম্রমুকুল আর পলাশ জানান দিচ্ছে বসন্তের, দোল উৎসবে মাতবে এবার শহর ও শান্তিনিকেতন

অপরদিকে গত পয়লা মার্চ,  নব দীশা অ্য়াস্ট্রোলজার্স ফেডারেশন আয়োজিত নারি নিলয়ম ট্রাস্ট এর দ্বিতীয় বার্ষিক সম্মেলনে সংবর্ধিত করা হয় শহরে অন্য়তম চিত্র সাংবাদিক তথা সম্মানীয় পরিচালক ব্য়াক্তিত্ব নির্মল চক্রবর্তীকে। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সংযোজনা করেন সুমিত্র বন্দ্য়োপাধ্য়ায়।

আরও পড়ুন, প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে, আজ বিকেলে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি