সংক্ষিপ্ত

 

  •  এবার স্টাফ ট্রেনে ব্যাঙ্ক কর্মীদেরও ছাড় মিলল 
  • শুক্রবার থেকে স্টাফ ট্রেনে ভ্রমণ করতে পারবেন
  •  মান্থলি কেটে প্রত্যেককে যাতায়াত করতে হবে 
  •  রাজ্যের উত্তরের প্রত্যাশায় পূর্ব রেলের এজিএম 
     

কোভিড সংক্রমণ কমতেই এবার স্টাফ ট্রেনে ব্যাঙ্ক কর্মীদেরও ছাড় মিলল।  শুক্রবার থেকে স্টাফ ট্রেনে ভ্রমণ করতে পারবেন   ব্যাঙ্ক কর্মীরা।  উল্লেখ্য এতদিন শুধু রেলের স্পেশাল ট্রেনে শুধু উঠতে পারত স্বাস্থ্য কর্মী, পুলিশ কর্মী এবং হাইকোর্টের কর্মীরা। এবার রেলের অনুমোদন মেলার পর সেই তালিকায় এলেন ব্যাঙ্ক কর্মীরাও।

আরও পড়ুন, ৩১ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, ওভার টেক করতে গিয়ে ৩ জনের মৃত্যু, আহত ২  

বৃহস্পতিবার বিকেলে স্টেশন ম্যানেজার, টিটিই-সহ অন্য বিভাগীয় আধিকারিকদের কাছে অনুমতি পত্র পাঠিয়েছেন পূর্ব রেলের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজাররা। সেখানেই জানানো হয়েছে, শুক্রবার থেকেই ব্যাঙ্ক কর্মীদের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে স্টাফ স্পেশাল ট্রেন। এতদিন শুধু রেলের স্পেশাল ট্রেনে শুধু উঠতে পারত স্বাস্থ্য কর্মী, পুলিশ কর্মী এবং হাইকোর্টের কর্মীরা। এবার রেলের অনুমোদন মেলার পর সেই তালিকায় এলেন ব্যাঙ্ক কর্মীরাও। সম্প্রতি রাজ্য়ের তরফে ব্যাঙ্ক কর্মীদের পরিবহণের সুবিধার্থে ছাড় দেওয়ার আবেদন জানায়। রেলের তরফে জানতে চাওয়া হয়, কত জন ব্যাঙ্ক কর্মী যাতায়াত করতে পারবেন, সেটা স্পষ্ট হলে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। যদিও রাজ্য তখন এই উত্তর দেয়নি বলে জানিয়েছিলেন পূর্ব রেলের এজিএম।

আরও পড়ুন, কলকাতায় ১ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ, কোভিডে শীর্ষে উত্তর ২৪ পরগণা 

 পূর্ব রেলের এজিএম বলেছেন, 'ব্যাঙ্ক সংগঠন বারবার আবেদন করায় রাজ্যের তরফে উত্তর না আসার পরেও তখনকার মতো ব্যাঙ্ক কর্মীদের স্টাফ স্পেশাল ট্রেনে চড়ার অনুমতি দেয়। তবে রাজ্যের দিকে এখনও আমরা উত্তরের প্রত্যাশায় তাকিয়ে রয়েছি। কারণ ট্রেন বাড়লে কর্মী সংখ্যাও বাড়াতে হবে। সেই পরিকাঠামোও তৈরি রাখতে হবে।' উল্লেখ্য রেলের তরফে বলা হয়েছে, মান্থলি কেটে প্রত্যেককে যাতায়াত করতে হবে। যেসকল ব্যাঙ্ক কর্মীরা নিত্যযাত্রী এবং মান্থলি রয়েছে, তাঁরা পুনর্নবীকরণ করিয়ে নিতে পারবেন।