সংক্ষিপ্ত
রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফের চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। পাল্টা তোপ দেগেছেন রাজ্যপালও। এমতাবস্থায় এবার মমতার বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণের রাস্তায় হাঁটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যের পাশাপাশি গোটা দেশেই ক্রমেই শক্তি বাড়ছে তৃণমূল-কংগ্রেসের। এদিকে এরই মধ্যে বুধবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক নির্বাচনে আনুষ্ঠানিক ভাবে দলের চেয়ারপার্সন হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে বাংলার রাজ্য-রাজনীতিতে। এদিকে এদিনের নির্বাচনের পর থেকেই ফের তুঙ্গে উঠেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। এদিনের সভা থেকেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফের চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে(Chief Minister Mamata Banerjee)। পাল্টা তোপ দেগেছেন রাজ্যপালও (Governor Jagdeep Dhankar)। এমতাবস্থায় এবার মমতার বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণের রাস্তায় হাঁটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Opposition leader Shuvendu Adhikari)।
তৃণমূলের এই নির্বাচনকে ক্লারিকাল জব বলে কটাক্ষ করতে দেখা গিয়ছে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। এদিন দুপুরে চূঁচূড়ায় বিজেপির জেলা পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের একাধিক ইস্যু নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে অল রাউন্ডে আক্রমণের রাস্তায় হাঁটেন শুভেন্দু। সেখানেই তৃণমূলের সাংগঠনিক নির্বাচন নিয়েও তীব্র আক্রমণ শানান তিনি। এদিকে চলতি মাসেই ভোট রাজ্যে রাজ্যের চার পৌরনিগমে। যা নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এদিকে এদিন চন্দননগর কর্পোরেশন নির্বাচনে প্রচার করতে আসার পথে প্রথমে চুঁচুড়া পার্টি অফিসে আসেন শুভেন্দু। সেখানে তাঁকে এদিনের তৃণমূলের নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ওটা দল নয়। ওটা একটা কোম্পানি। ওই কোম্পানিতে অনেকদিন কাজ করেছি আমি। এদিনের তৃণমূলের নির্বাচন আসলে কাগজপত্রের নির্বাচন। এটা ঠিকঠাক না হলে নির্বাচন কমিশন ওই দলের রেজিস্ট্রেশন বাতিল করে দেবে। তাই এসৰ করা। আমার কাছে এটা ক্লারিকাল ওয়ার্ক। এছাড়া আর কোন গুরুত্ব নেই।"
আরও পড়ুন- স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত নিয়োগের দাবি, PSC ভবনের সামনে চাকরি প্রার্থীদের আন্দোলনে উত্তাল কলকাতা
আরও পড়ুন- আইন নয়, শাসকের রাজত্ব চলছে বাংলায়, মুখ্যমন্ত্রীকে পাল্টা নিশানা রাজ্যপালের
এদিকে শুভেন্দুর এই মন্তব্য নিয়েই বর্তমানে জোরদার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিকে এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নেওয়া হয় তৃণমূলের সুপ্রিমো হিসেবে। এদিন তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়ক, পৌরসভার প্রতিনিধি, জেলা পরিষদ সদস্য, দলীয় পদাধিকারী, শাখা সংগঠনের প্রধানরাএই নির্বাচনের ডেলিগেটস ছিলেন। এদিকে চেয়ারপার্সনের দায়িত্ব নিয়েই ফের বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা সেখান থেকেই তিনি বলেন, "অনেক লড়াইয়ের পর তৃণমূল কংগ্রেস গড়ে উঠেছেন। সারা দেশ থেকে বিজেপিকে হঠাতে হবে। ৩৪ বছরের সিপিএমকে সরাতে পারলে বিজেপিকেও সরাতে পারব।"
আরও পড়ুন - অসুস্থ অনুব্রত, ভর্তি এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে