সংক্ষিপ্ত
- সাপ্তাহিক লকডাউনের পরের দিনই শহরে দুর্ঘটনা
- সরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম এক ব্যক্তি
- সরকারি বাসের গতি বেশি থাকার অভিযোগ
- ঘটনার জেরে সাময়িক যান চলাচল ব্যাহত
সাপ্তাহিক লকডাউনের পরের দিনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কলকাতায়। বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি বাসের গতিবেগ বেশি থাকায় দুর্ঘটনা বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।
জানাগেছে, মঙ্গলবার সকালে ডালহৌসি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। ছবিতে দেখা যাচ্ছে গুরুতর অবস্থায় রাস্তার উপর পড়ে রয়েছে এক ব্যক্তি। তাঁকে মুখে মুখে জল দিচ্ছেন কর্তব্যরত পুলিশকর্মীরা। পাশে হেলমেট পড়ে রয়েছে। বাসের চাকার তলায় ঢুকে গিয়েছে তাঁর স্কুটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বারুইপুর-হাওড়া সি-২৬ রুটের বাস ডালহৌসি মোড় ঘোরার সময় ওই ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রাস্তার উপর লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। অভিযোগ, বারুইপুর-হাওড়া ওই সরকারি বাসের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা মারে।
বাসের ধাক্কায় গুরুতর আহত ওই ব্যক্তির পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে তাঁকে অ্য়াম্বুল্য়ান্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাতল ব্যাহত ডালহৌসি মোড়ে।