সংক্ষিপ্ত

গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার গার্ডেনরিচের রেলের দফতরে হানা দেন সিবিআই আধিকারিকরা। উদ্ধার হয় প্রচুর টাকা। 

আচমকাই রেলের অফিসে (Railways) হানা সিবিআই আধিকারিকদের (CBI Officers)। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার গার্ডেনরিচের রেলের দফতরে (South Eastern Railway) হানা দেন আধিকারিকরা উদ্ধার হয় প্রচুর টাকা

সিবিআই সূত্রে খবর, সাউথ ইস্টার্ন রেলের স্টোর ডিপার্টমেন্টের দুই উচ্চপদস্থ আধিকারিক প্রচুর পরিমান ঘুষ নিয়েছিল বলে খবর আসে। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার তল্লাশি চালায় সিবিআই। গার্ডেনরিচের দক্ষিণ পূর্ব রেলওয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে হানা দেয় সিবিআই বলে সূত্রের খবর। 

নিজের পার্সে কত টাকা রাখেন মুকেশ অম্বানি, জানলে চোখ কপালে উঠবে

ব্যাঙ্কের চেক থেকে রান্নার গ্যাসের দাম, পয়লা সেপ্টেম্বর থেকে চালু একাধিক নতুন নিয়ম

Bank Holidays in September : সেপ্টেম্বর মাসে কোন কোন দিনে বন্ধ ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

হাতে নাতে ধরা পড়ায় ওই দুই অভিযুক্ত অফিসারকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। ওই দুই রেল আধিকারিককে জিজ্ঞাসাবাদও করছেন সিবিআই আধিকারিকরা।  তল্লাশি চালিয়ে যে মোটা টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, তা কোথা থেকে রেলের ওই অফিসে এল, তা জানার চেষ্টা চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা।

বৃহস্পতিবার ঘন্টা তিনেকের বেশী সময় ধরে চলে এই জিজ্ঞাসাবাদ ও তল্লাশি। শেষ পাওয়া খবর পর্যন্ত সাউথ ইস্টার্ন রেলের অফিসেই রয়েছে সিবিআই টিম।