সংক্ষিপ্ত

  •  বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী 
  •  কারণ এই মুহূর্তে অসুস্থ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র 
  • তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাজেট পড়ার ঘটনা নজির বিরল 
  •  জ্য়োতি বসুও মুখ্যমন্ত্রী থাকাকালীন বাজেট পেশ করেছিলেন 


শুক্রবার  বিধানসভায় আসন্ন অধিবেশনে রাজ্য বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী। কারণ অসুস্থ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তবে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের বাজেট পেশে মমতাই প্রথম নন, এর আগেও এমনটা হয়েছে। জ্য়োতি বসুও মুখ্যমন্ত্রী থাকাকালীন বাজেট পেশ করেছিলেন।

আরও পড়ুন, শনিবার মালদা আসছেন জেপি নাড্ডা, তিন হাজার কৃষকের সঙ্গে সারবেন 'সহভোজ' 

 

 


 প্রসঙ্গত,  চলতি বছরে বিধানসভা নির্বাচন থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে রাজ্য সরকার। প্রথা মেনে বাজেট পেশ করার কথা অর্থমন্ত্রী অমিত মিত্রের। কিন্তু করোনা পরিস্থিতির জন্য তাঁকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন চিকিৎসকেরা। সেজন্য বাজেট পাঠের দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছেন তিনি। সেই আবেদন মঞ্জুরও হয়েছে। বিশেষজ্ঞদের মতে, অর্থমন্ত্রী কোনও কারণে বাজেট পড়তে না পারলে অপর কোনও মন্ত্রীও বাজেট পাঠ করতে পারেন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাজেট পড়ার নজির বিরল। জ্য়োতি বসুর পর মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই এবার সেই স্থান নিলেন।

 

আরও দেখুন, Election Live Update-আজ রাজ্যের বিজেপি নেতারা উপস্থিত হবেন কেন্দ্রিয় নির্বাচন কমিশন দফতরে  

 

 


রাজনৈতিক মহলের অনুমান, আসন্ন বিধানসভা ভোটকে মাথায় রেখে এই বাজেটে জনমুখী প্রকল্পও ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। তবে বাংলার গরীব মানুষের দিকে তাঁকিয়েই যে বাজেট পেষশ হবে, এর ইঙ্গিত আগেই দিয়েছেন মমতা। ২০২১-২২ সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন তিনি। তবে বিধানসভা ভোট থাকায় ৩০ জুন অবধি খরচের অনুমোদন করিয়ে নেবেন।