সংক্ষিপ্ত

কংগ্রেসের তরফে ১ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন ফিকুল খাদিম। ২ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন রথীন পাল৩ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন সুচিত্রা বসু। ৪ নম্বর ওয়ার্ডে বীরেশ চক্রবর্তী

বেজে গিয়েছে পুরভোটের(kolkata municipal polls) দামামা। শুক্রবার থেকেই প্রার্থী ঘোষণা করে চলেছে একের পর এক দল। প্রথম প্রার্থী ঘোষণা করেছে বামেরা(cpim)। পরবর্তীতে শুক্রবার সন্ধ্যাতেই প্রার্থী ঘোষণা করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকেও(Trinamool congress)। এবার প্রার্থী ঘোষণা করে দিল কংগ্রেসও। প্রথমে শোনা যাচ্ছিল ১২০ থেকে ১৩০টি ওয়ার্ডে প্রার্থী দেবে কংগ্রেস(congress)। কিন্তু বাস্তাবের মাটিতে দেখা গেল সম্পূর্ণ অন্য চিত্র। আদপে প্রার্থী সংখ্যা নেমে এল অর্ধেকে। মোট ৬৬টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। এদিকে, এদিনই আবার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কোঅর্ডিনেটর পার্থ মিত্র টিকিট না পেয়ে কংগ্রেসে নাম লিখিয়েছেন। কংগ্রেস তাঁকে ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে বলে দেখা যাচ্ছে।

বেজে গিয়েছে পুরভোটের(kolkata municipal polls) দামামা। শুক্রবার থেকেই প্রার্থী ঘোষণা করে চলেছে একের পর এক দল। প্রথম প্রার্থী ঘোষণা করেছে বামেরা(cpim)। পরবর্তীতে শুক্রবার সন্ধ্যাতেই প্রার্থী ঘোষণা করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকেও(Trinamool congress)। এবার প্রার্থী ঘোষণা করে দিল কংগ্রেসও। প্রথমে শোনা যাচ্ছিল ১২০ থেকে ১৩০টি ওয়ার্ডে প্রার্থী দেবে কংগ্রেস(congress)। কিন্তু বাস্তাবের মাটিতে দেখা গেল সম্পূর্ণ অন্য চিত্র। আদপে প্রার্থী সংখ্যা নেমে এল অর্ধেকে। মোট ৬৬টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। এদিকে, এদিনই আবার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কোঅর্ডিনেটর পার্থ মিত্র টিকিট না পেয়ে কংগ্রেসে নাম লিখিয়েছেন। কংগ্রেস তাঁকে ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে বলে দেখা যাচ্ছে।

আরও পড়ুন-টিকিট না পাওয়ার ক্ষোভ, বাম ভুলে তৃণমূলে বিদায়ী কাউন্সিলর বিলকিস

কংগ্রেসের তরফে ১ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন ফিকুল খাদিম২ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন রথীন পাল৩ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন সুচিত্রা বসু। ৪ নম্বর ওয়ার্ডে বীরেশ চক্রবর্তী৫ নম্বর ওয়ার্ডে রামকুমার ঝা। ৬ নম্বর ওয়ার্ডে প্রীতি সাউ। ৭ নম্বরে মলয় মুখোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে ৮ নম্বর ওয়ার্ডে পার্থ মিত্র। ৯ নম্বর ওয়ার্ডে পিঙ্কি সাউ। ১০ নম্বর ওয়ার্ডে প্রতাপ সেন। ১১ নম্বর ওয়ার্ডে সুখেন্দু ঘোষ। ১২ নম্বর ওয়ার্ডে তনিমা ঘোষ। ১৩ নম্বর ওয়ার্ডে তরুণকান্তি শীল ও ১৪ পলাশ সাহা প্রতিদ্বন্দিতা করছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই তৃণমূলের প্রার্থী তালিকায় বদল, ঘোষণা নতুন প্রার্থীর নাম

এদিকে শুক্রবার ১২৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বামেরা। বামফ্রন্টের তরফে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়, বাকি ১৭টি বিজেপি-তৃণমূলকে যারা হারাতে পারবে তাদেরই সমর্থন করা হবে। দরজা খোলা রাখা হয় কংগ্রেস ও আইএসএফের জন্য। তবে জোটের সমীকরণ নিয়ে স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি। কিন্তু এদিন কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ পেতেই অনেকটাই পরিষ্কার হয়ে যায় চিত্রটা। এক্ষেত্রে মনে রাখা ভালো বিধানসভা ভোটের আগে তৈরি হয়েছিল বাম-কংগ্রেস-আইএসএফ জোট। নাম রাখা হয়- সংযুক্ত মোর্চা। কিন্তুই সেই মোর্চার ভবিষ্যতই যে এবারের পুরভোটে অন্ধকার তা এখন বলাই বাহুল্য।