সংক্ষিপ্ত

  •  ট্রপিক্য়ালে টিকা-পরীক্ষায় সবুজ সঙ্কেত দিল স্বাস্থ্য ভবন 
  •   টিকা পরীক্ষায় দ্বিতীয় সারিতে চলে আসবে পশ্চিমবঙ্গ 
  •  এ রাজ্য়ে ১০০ জন স্বেচ্ছাসেবককে টিকা দেওয়া হবে 
  • সাগর দত্তে মেডিক্যালে  বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে 
     


নাইসেডে করোনা টিকা-পরীক্ষা চূড়ান্ত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে আরও একটি সুখবর। রাজ্য স্বাস্থ্য দফতরের অধীন স্কুল অব ট্রপিক্য়াল মেডিসিনে (এসটিএম) করোনা টিকা পরীক্ষার জন্য সবুজ সঙ্কেত দিয়েছে স্বাস্থ্য ভবন।

 

 

আরও পড়ুন, ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলছে অডিটোরিয়াম, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন শিল্পীরা

 দ্বিতীয় সারিতে চলে আসবে পশ্চিমবঙ্গ


জানা গিয়েছে, সাগর দত্ত মেডিকেল কলেজেও প্রস্তাবিত টিকা চূড়ান্ত করার বিষয়টি আরও গতি পেয়েছে। স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরুপ নিগম জানিয়েছেন, 'টিকা পরীক্ষার জন্য স্কুল অব ট্রপিক্য়াল মেডিসিনকে অনুমোদন দেওয়া হয়েছে। সাগর দত্ত মেডিক্য়াল কলেজে  অনুমোদন দেওয়ার বিষয়টি বিশেষজ্ঞরা ক্ষতিয়ে দেখছেন।' স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মঙ্গলবার এসটিএমের এথিক্স কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলে সেখানেও টিকা-পরীক্ষার কাজ শুরু হয়ে যাবে। সেই সঙ্গে সারা দেশে করোনার টিকা পরীক্ষায় দ্বিতীয় সারিতে চলে আসবে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন, একবালপুরে তরুণী খুনে গ্রেফতার দম্পতি,পরকীয়া নাকি নেশার ফাঁদ, তদন্তে পুলিশ

 

 


  রাজ্য়ে ১০০ জন স্বেচ্ছাসেবককে টিকা দেওয়া হবে
 


 উল্লেখ্য, সিটিআরআই এর তথ্য অনুযায়ী, কোভিড ভ্যাকসিনের পরীক্ষা কেন্দ্র পাওয়ার প্রশ্নে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র (৯)।তামিলনাডু- উত্তরপ্রদেশে সেটা ৩ টি। দিল্লি, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহারে কোভ্যাক্সিন-কোভিশিল্ড মিলিয়ে ২ টো করে ক্লিনিক্যাল ট্রায়াল সাইট পেয়েছে।  নাইসেডের মতো এসটিএমের টিকা পরীক্ষাতেও অন্যতম অংশীদার আইসিএমআর এ রাজ্য়ে ১০০ জন স্বেচ্ছাসেবককে টিকা দেওয়া হবে। এসটিএমে দুই দল স্বেচ্ছাসেবকদের মধ্য়ে একদল পাবেন আমেরিকায় তৈরি করোনা টিকা।