সংক্ষিপ্ত
- বিধানসভায় জ্যোতি বসুর সাড়ম্বরে জন্মদিন পালন
- শ্রদ্ধা জানালেন তৃণমূল বিধায়করা সহ শুভেন্দুরাও
- উপস্থিত ছিলেন না মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়
- পরিষদীয় রাজনীতির ইতিহাসে এমন দৃশ্য এই প্রথমবার
বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যর প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন সাড়ম্বরে পালিত হল। তাঁকে শ্রদ্ধা জানালেন বাম শূন্য বিধানসভায় তৃণমূল বিধায়করা সহ বিরোধী দলের নেতা শুভেন্দুরাও। উল্লেখ্য, এদিন বিধানসভায় উপস্থিত ছিলেন না মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
আরও পড়ুন, 'বিরোধীদের কণ্ঠ রোধ করছে তৃণমূল সরকার', বিধানসভায় বিএ কমিটির বৈঠক বয়কট BJP-র
বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৭ তম জন্মবর্ষ। এদিকে বাম-কংগ্রেস বিধায়ক শূন্য বিধানসভা। রাজ্যর প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন সাড়ম্বরে পালিত হল তাই বামদের ছাড়াই। তাঁকে শ্রদ্ধা জানালেন ফিরহাদ হাকিম, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, অগ্নিমিত্রা পল, ইদ্রিস আলী, নির্মল মাঝি, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়করা। পশ্চিমবঙ্গের পরিষদীয় রাজনীতির ইতিহাসে এমন দৃশ্য এই প্রথমবার।
আরও পড়ুন, মুর্শিদাবাদ জেলা ভাগের মুখে, 'মাস্টারমাইন্ড' PK
প্রসঙ্গত, একুশের ভোট যুদ্ধে একটিও আসন পায়নি বামেরা। যার দরুণ স্বাভাবিকভাবেই বিধানসভায় বাম প্রতিনিধিত্ব নেই এবার। সংখ্যাগরিষ্ট ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। আর বাকি অধিকাংশ আসন জুড়ে বিজেপি। এমন পরিস্থিতিতে শুধুমাত্র আশার আলো সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধি নওসাদ সিদ্দিকি। বৃহস্পতিবার তিনিও জ্য়োতি বসুর তৈলচিত্রে শ্রদ্ধাজ্ঞাপন করেন। জ্যোতি বসুর মন্ত্রিসবার সদস্য ছিলেন বঙ্কিম ঘোষ এবং পরেশ অধিকারী। এবারের বিধানসভাতেও রয়েছেন তাঁরা। তবে বদল হয়েছে ঘর। দুই জনেই এখন তৃণমূলে। তাঁরাও এদিন জ্যোতি বসুকে শ্রদ্ধা জানিয়েছেন। তবে এদিন বিধানসভায় উপস্থিত ছিলেন না মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।