সংক্ষিপ্ত
- কৃষক আন্দোলনে অভিনব প্রতিবাদ কলকাতাতেও
- মোদীর মূর্তি বানিয়ে কৃষক আন্দোলনে পাশে থাকার বার্তা
- হাফদামে সবজি বেচল চাষিরা শহরের বুকেই, বাগুইআটিতে
- কৃষক আন্দোলনে ফেসবুক পেজ বন্ধে দেশজুড়ে ক্ষোভ
কৃষক আন্দোলনে অভিনব প্রতিবাদ কলকাতাতেও। ফসল দিয়ে মোদীর মূর্তি বানিয়ে কৃষক আন্দোলনে পাশে থাকার বার্তা। এবং এখানেই শেষ নয়, মেলায় হাফদামে সবজি বেচল চাষিরা এই শহরের বুকেই, বাগুইআটিতে। উল্লেখ্য, এদিকে এমনই একসময় দিল্লিতে আন্দোলনের অবস্থান জানতে কৃষক একতা মোর্চা নামের ফেসবুক পেজ ব্যান করে দেওয়ার অভিযোগ উঠল।
আরও পড়ুন, Election Live Update- একুশের বাংলায় ক্ষমতা আসবে কার হাতে, কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী
বাগুইআটির অশ্বিনী নগর বন্ধুমহল ক্লাব উদ্যোগে কৃষক আন্দোলনে অভিনব প্রতিবাদ এবার শহরে। ঢাক-ঢোল বাজিয়ে ছড়িয়ে দেওয়ার হল কৃষক আন্দোলনে পাশে থাকার বার্তা। পসরা সাজিয়ে স্বনির্ভর গোষ্ঠীর নানাবাধা দ্রব্য। ছিল মন কাড়া হাফ দামে দশটাকায় ১৫ টা ফুচকা। তবে শুধু খাদ্যদ্রব্যই নয়, ছিল সাজপোশাকের সরঞ্জাম। তবে এসবকেও ছাড়িয়ে গেল কৃষক আন্দোলনে পাশে থেকে তাঁদের অভিনব প্রতিবাদ।
আরও পড়ুন, জাঁকিয়ে শীতে কলকাতায় বিদেশী পাখি প্রদর্শনী, ম্যাকাও দেখতে ঘুরে আসুন সন্তোষ মিত্র স্কোয়ার
আরও পড়ুন, 'রবীন্দ্রনাথকে অসম্মান করছেন উনি', শাহ সফরে চোখে শস্যে ফুল দেখে ফের চটলেন ফিরহাদ
অপরদিকে এমনই একসময় দিল্লিতে আন্দোলনের অবস্থান জানতে কৃষক একতা মোর্চা নামের ফেসবুক পেজ ব্যান করে দেওয়ার অভিযোগ উঠল। মূলত এই পেজেই কৃষকরা তাঁদের আন্দোলনের যাবতীয় খবর জানাত। এদিকে রবিবারে বেশ অনেকক্ষনের জন্য ওই ফেসবুক পেজ ব্যান করে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনরা।