বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন স্ত্রী। স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরে অস্বস্তিতে সৌমিত্র খাঁ। সাংবাদিকদের সামনে কেঁদে ফেললেন তিনি। সুজাতাকে প্রশ্ন করলেন আমি কি খুূব পাপী।
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update- তৃণমূলে বিজেপি সাংসদের স্ত্রী সুজাতা, স্ত্রীকে সরাসরি ডিভোর্স নোটিস সৌমিত্র খাঁয়ের
Election Live Update- তৃণমূলে বিজেপি সাংসদের স্ত্রী সুজাতা, স্ত্রীকে সরাসরি ডিভোর্স নোটিস সৌমিত্র খাঁয়ের
বিধানসভা নির্বাচনের একদম দোরগোড়ায় পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই আসন্ন নির্বাচন নিয়ে সাজোসাজো রব। এহেন পরিস্থিতিতে রাজনৈতিক উন্মাদনা বাড়িয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর পদত্যাগ। রবিবারের শাহ সফর যে সফল তা আর বলার অপেক্ষা রাখে না। একুশের বাংলায় এবার ক্ষমতা আসবে কার হাতে, কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী, কী বলছে রাজনৈতিক মহল।
- FB
- TW
- Linkdin
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন সজাতা মণ্ডল খান। তিনি বলেন, ''একটা চ্যালেঞ্জ নিলাম। কারণ, বিজেপির হয়ে প্রচুর লড়াই করেছি। কোনও নিরাপত্তা ছাড়াই নিজের প্রাণ বাজি রেখেছি। কিন্তু, বিজেপি কোনও সম্মান দেয়নি''।
তৃণমূলে যোগদানের পরই বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। স্ত্রীকে সরাসরি ডিভোর্স নোটিস পাঠালেন তিনি। বিধানসভা ভোটের আগে নজিরবিহীন ঘটনা।
তৃণমূল ভবনে সৌমিত্র খাঁ -র স্ত্রী। দীর্ঘদিনের নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
ভোট নিয়ে ফের বিস্ফোরক পিকে। একুশের নির্বাচনের ডবল ডিজিট বা দুই অঙ্ক পেরতে প্রচুর কষ্ট করতে হবে। যদি এর থেকে ভাল হয় বিজেপির তাহলে তিনি কাজ ছেড়ে দেবেন।
চিঠি দেওয়ার পর আজ সোমবার রাজ্যপালের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক।
আজ রাজীবের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসবে তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব।
শাহ সফরের পর পাল্টা জবাব দিলেন সৌগত। মূলত অমিত শাহ বলেন, বাংলায় ৩৫৬ ধারা জারি হবে না বাংলায়। কিন্তু সৌগত রায় বলেন, ৩৫৬ ধারা জারি হলেও জিতবে তৃণমূল। এহেন মন্তব্যে, নির্বাচনে নিজেদের বিপদ যে নিজেরাই ডাকছে তৃণমূল, চাপান উতোর রাজনৈতিক মহলে।