সংক্ষিপ্ত

  • শুনশান রইল শহরের রাজপথ
  • উত্তেজনার ভয়ে সন্ধ্যের আগেই শুনশান কলকাতা
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পাড়াও এদিন ছিল শুনশান

১৭তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনার হতে পারে এমন অাশঙ্কা থেকেই এদিন বৃহস্পতিবার সন্ধ্যা নামার আগে কার্যত শুনশান রইল শহরের রাজপথ।

নির্বাচনের ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণার আগেই নিরাপত্তাজনিত কারণে কার্যত ফাঁকা রইল কোলকাতা শহর।  নির্বাচন চলাকালীন বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই কার্যত সন্ধ্যা নামার আগেই ঘরমুখী হয়েছেন সাধারণ মানুষ। ডলহৌসি চত্বরের এক বেসরকারি সংস্থার কর্মী মলয় বনিকের কথায়, নির্বাচনের মরশুমে রাজনৈতিক সংঘর্ষগুলি অনেকটা অপ্রত্যাশিত ভাবেই ঘটে। এই কারনেই এই সব দিনগুলি তাড়াতাড়ি ঘরে ফেরাই শ্রেয়।

এদিন শহরের বিভিন্ন এলাকার স্থানিয় চায়ের দোকান এবং ক্লাবগুলিতে চোখে পড়েছিল ছোটোখাটো জমায়েত। আর সকলেরই নজর ছিল নির্বাচনের ফলাফলের দিকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পাড়াও এদিন ছিল শুনশান। ওপর দিকে কার্যত উৎসবে মেতে উঠেছিল বিজেপির কর্মী সংগঠনগুলি।