সংক্ষিপ্ত
- খিদিরপুরের ফ্যান্সি মার্কেটে ভয়াবহ আগুন
- আগুনে পুড়ে ছাই বাজারের গোডাউন
- ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম
পুজোর আগেই ভয়াবহ আগুন খিদিরপুরের ফ্যান্সি মার্কেটে। এ দিন রাত ন'টা নাগাদ মার্কেটের পাঁচ তলায় একটি রেস্তোরাঁয় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের অন্তত আটটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
আগুন লাগার পর পরই দ্রুত বাজার খালি করে দেওয়া হয়। রেস্তোরাঁর পাশেই বাজারের গোডাউন ছিল। সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুজোর আগে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় দ্রুত বাজার থেকে যতটা সম্ভব মাল বের করে আনেন ব্যবসায়ীরা। তা সত্ত্বেও গোডাউনে রাখা কয়েক লক্ষ টাকার মাল পুড়ে গিয়েছে বলেই ব্যবসায়ীদের আশঙ্কা।
খবর পেয়ে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে যান মেয়র এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। ওই বাজারের গায়েই একটি বহুতল থাকায় সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। যদিও দমকলের তৎপরতায় সেই বিপদ এড়ানো গিয়েছে।