সংক্ষিপ্ত
রাজ্যের বাজেট অধিবেশনে গিয়ে শাসকদলের মন্ত্রী এবং বিধায়কদের হাতে হেনস্তা হয়েছে বলে অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে তিন দিনের মধ্যে এনিয়ে বৈঠকে বসতে চান রাজ্যপাল।
অধ্যক্ষকে রাজভবনে ডাক দিলেন রাজ্যপাল। রাজ্যের বাজেট অধিবেশনে গিয়ে শাসকদলের মন্ত্রী এবং বিধায়কদের হাতে হেনস্তা হয়েছে বলে অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায়ের ( Biman Banerjee) সঙ্গে তিন দিনের মধ্যে এনিয়ে বৈঠকে বসতে চান রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar )।
রাজ্যের বাজেট অধিবেশনে গিয়ে শাসকদলের মন্ত্রী এবং বিধায়কদের হাতে হেনস্তা হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলে চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই ঘটনায় টুইট করেছেন তিনি। রাজ্যপাল টুইট করে বলেন, 'অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায়কে তিনি ডেকে পাঠিয়েছেন।' এবং তিনি আরও বলেন, ' এই ধরনের ঘটনা সংবিধান কোনও দিনও মান্যতা দেয় না। এই বিশৃঙ্খলা শালিনতা লঙ্ঘনের সামিল।' প্রসঙ্গত, মূলত সোমবার বেলা ২ নাগাদ বিধানসভায় ভাষণ দেবার কথা ছিল রাজ্যপালের। কিন্তু রাজ্যপাল পৌছতেই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি বিধায়করা। টানা এক ঘন্টার ধরে এদিন বিক্ষোভ চলেছে। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেছেন রাজ্যপাল। এরপর একাধিকবার বিধানসভা কক্ষ ছেড়ে উঠে যেতে উদ্যত হন ধনখড়।
আরও পড়ুন, অসুস্থ মদন মিত্র, এসএসকেম-এ ভর্তি করা হল কামারহাটির বিধায়ককে
জানা গিয়েছে, রাজ্যপালকে থেকে যেতে অনুরোধ করে পথ আটকান রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। এবং অরুপ বিশ্বাস। কিন্তু বারবারই করজোড় করে তাঁকে থেকে যেতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর অনুরোধেই ফিরে আসেন রাজ্যপাল। যদিও তা ক্ষণস্থায়ী। মাঝে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ডেকেও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এরপরেই বিধানসভা কক্ষ ত্যাগ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালকে এগিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় এবং অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায়। রাজ্যপালের গাড়ি বিধানসভা চত্ত্বর ছেড়ে যেতেই মাইক্রোফোনে ক্ষোভ উগরে দেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, 'এই ঘটনা দেশের ইতিহাসে নজিরবিহীন। বিধানসভার অন্দরে এর আগেও বিরোধীরা বিক্ষোভ দেখিয়েছেন। তারপরেও রাজ্যপাল ভাষ্যপাঠ করেছেন। এই বিরোধীতা মেনে নেওয়া যায় না। নিজের ওয়ার্ডে যারা জিততে না পারে, তাঁদের এটা মানায় না। '
আরও পড়ুন, 'হেরে গিয়ে নাটক শুরু করেছে বিজেপি', বিধানসভা অধিবেশনে বিক্ষোভের জেরে বিস্ফোরক মমতা
যদিও গত চব্বিশ ঘন্টা পুরোপুরিই পট পরিবর্তন হয়ে গিয়েছে। রাজ্যপাল শাসকদলের বিরুদ্ধে আঙুল তুলতেই এপ্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। রাজ্যের শাসকদলের এক মুখপত্র বলেন, 'বিধানসভায় অধিবেশনের প্রথম দিন তৃণমূলের মন্ত্রী ও মহিলা বিধায়কদের অশ্রাব্য ভাষায় গালাগাল করেছে বিজেপি। সেটাই ঢাকা দিতে চান রাজ্যপাল। আসলে উনি বিজেপির সঙ্গে চক্রান্ত করে অধিবেশনটাই ভেস্তে দিতে চেয়েছিলেন। ধরা পড়ে গিয়েছেন। নজর ঘোরাতেই এখন স্পিকারকে বৈঠকে ডেকে নাটক করছেন।'