সংক্ষিপ্ত


বুধবার শহর-শহরতলি জুড়ে  আকাশ মেঘলা, বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।  বুধবার থেকে ভারী বৃষ্টির সর্তকতা দক্ষিণবঙ্গে। 

বুধবার শহর-শহরতলি জুড়ে  আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি। তবে বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।  বুধবার থেকে ভারী বৃষ্টির সর্তকতা দক্ষিণবঙ্গে। বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গেও।

 আরও পড়ুন, বাম আমলের কারখানার দূষণে ধ্বংসে মুখে গড় পঞ্চকোট, 'তাঁর দেখার কাজ নয়', দাবি শ্রম মন্ত্রীর
কলকাতায় মূলত মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া থেকে দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি ক্রমশ উত্তর দিকে সরে হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। এর প্রভাবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা  দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়। বুধবার থেকে ফের অতি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে সোমবার থেকে ভারী বৃষ্টির সর্তকতা। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়িতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। 

 আরও পড়ুন, CNG Bus: শহরে প্রথম গ্যাসচালিত বাসের যাত্রা শুরু, নিজেই বাস চালালেন ফিরহাদ
 উত্তরবঙ্গ জুড়ে নিবিড় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার ,জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।  ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গের পাঁচ জেলায়। কোচবিহার ,আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির পূর্বাভাস। উল্লেখ্য, ইতিমধ্যেই  একটানা বৃষ্টিতে  জলমগ্ন কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা। বানভাসি  হাওড়া এবং হুগলির এলাকা। উদয়নারায়নপুরের ১১ টি গ্রাম পঞ্চায়েত জলে ডুবে। নিম্নচাপের ভারী বৃষ্টির জেরে বানভাসি অবস্থা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। পুর এলাকার পাশাপাশি জলের তলায় গ্রামাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। তারই মাঝে ফের বৃষ্টি পূর্বভাসে বাড়ল আশঙ্কা।

আরও পড়ুন, ইতিহাসে ফার্স্ট ক্লাস পেয়েও NRS-এ ডোমের চাকরিতে আবেদন, দৃষ্টিকোণ বদলালো শিবপুরের স্বর্ণালি
বুধবার ফের পারদ চড়েছে অনেকটাই। অপরদিকে আদ্রতা বেড়েও অস্বস্তি অনুভব হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা   ৩৫.২ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৮.১ ডিগ্রী। শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ।  সর্বনিম্ন ৬১ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা   ৩১.১ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.৩ ডিগ্রী।  অপরদিকে আদ্রতা বেড়েও অস্বস্তি অনুভব হচ্ছে।  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ।  সর্বনিম্ন  ৮০ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। 

  আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

YouTube video player