সংক্ষিপ্ত

  • শুক্রবার, আজ শহরে সারাদিনই আকাশ পরিষ্কার থাকবে 
  •  ঝকঝকে রোদে বরং পুরো শহরটাতেই শীতের আমেজ
  •  সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৯  ডিগ্রি সেলসিয়াস
  •  শীতল হাওয়া, সবাইকেই ছুটি কাটানোর জন্য় উসকে দিচ্ছে 
     

শুক্রবার, আজ সারাদিনই আকাশ পরিষ্কার থাকবে। অন্য়ান্য় দিনের তুলনায় বেলা বাড়লেও গরম অনেকটাই কম। ঝকঝকে রোদে বরং পুরো শহরটাতেই শীতের আমেজ। ভোরবেলা আংশিক কুয়াশা মধ্য় দিয়ে সূর্যের দেখা মিলেছে। 

আরও পড়ুন, ভরা বিয়ের মরসুমে মধ্য়বিত্তের মাথায় হাত, দাম বাড়ল এবার মুরগির মাংস ও ডিমের

 

 

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৯  ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯  শতাংশ।  আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম  ৫৫ শতাংশ।  বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা খানিকটা বেড়ে ২৫  ডিগ্রি সেলসিয়াস। আজ শহর কলকাতার আকাশ সারাদিন পরিষ্কার থাকবে। মেঘের দেখা মিলবেনা বললেই চলে। 

আরও পড়ুন, স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার বন্ধ থাকবে উল্টোডাঙা উড়ালপুল, বিজ্ঞপ্তি জারি কেএমডিএ-র

শহর কলকাতায় শীতল হাওয়া, সবাইকেই ছুটি কাটানোর জন্য় উসকে দিচ্ছে। রাতের দিকে নামতে পারে তাপমাত্রার পারদ। অবশ্য় ইতিমধ্য়েই শহরবাসী সে ব্য়াপারে যথেষ্টই খুশি। সুন্দর নকশা করা কাশ্মীরি শাল আলমারি থেকে বার করার এটাইতো আসল সময়।