সংক্ষিপ্ত

প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্ত

শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ করলেন 'শাখা প্রশাখা'র কথা

আর কী বললেন শোকবার্তায়

প্রয়াত মঞ্চ এবং সেলুলয়েডে একইসঙ্গে দাপটে অভিনয় করা অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। বয়স হয়েছিল ৭১ বছর। বেশ কয়েকদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। গত ২৫ দিন ছিলেন এক বেসরকারি হাসপাতালে। অভিনেত্রীর প্রয়াণে গভীর শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে মুখ্যমন্ত্রীর শোক বার্তা।

মুখ্যমন্ত্রী লিখেছেন,  'বিশিষ্ট অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।

তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর।

থিয়েটারে তাঁর অভিনয় জীবন শুরু। সত্যজিৎ রায়ের 'ঘরে বাইরে' ছবিতে তাঁর অভিনয় দর্শক চিরদিন মনে রাখবেন। স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ধর্মযুদ্ধ, বেলাশেষে, বরফ ইত্যাদি।

তিনি সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, ওয়েস্ট বেঙ্গল থিয়েটার জার্নালিস্টস' অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন।

তাঁর  প্রয়াণে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল।

আমি স্বাতীলেখা সেনগুপ্তের স্বামী রুদ্রপ্রসাদ ও কন্যা সোহিনী সেনগুপ্তসহ তাঁর  অগণিত অনুরাগী ও আত্মীয়স্বজনকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'