সংক্ষিপ্ত
- সপ্তাহান্তে বাড়ছে মেট্রো পরিষেবা
- যাত্রীদের দাবি মেনেই বাড়ছে পরিষেবা
- পয়লা জুলাই থেকে নতুন পরিষেবা
শহরবাসীর জন্য সুখবর। যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে শনি এবং রবিবার বাড়ছে মেট্রো রেলের সংখ্যা।
কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার থেকে রবিবার সকাল ৯টা থেকেই মিলবে মেট্রো পরিষেবা। আগামী পয়লা জুলাই থেকেই এই নতুন পরিষেবা শুরু হচ্ছে। এতদিন রবিবার সকাল ৯.৫০ থেকে মেট্রো পরিষেবা শুরু হত। ছুটির দিনে এমনিতেই কলকাতায় যান বহান কম থাকে। তার মধ্যে মেট্রো পরিষেবাও দেরিতে শুরু হওয়ায় আরও বিপাকে পড়তেন সাধারণ মানুষ। সেই অসুবিধার কথা মাথায় রেখেই বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যা।
আরও পড়ুন- বারো ঘণ্টায় হাওড়া থেকে দিল্লি, বুলেটের আগেই নতুন পরিকল্পনা রেলের
শুধু রবিবার সময় এগিয়ে আনাই নয়, সপ্তাহান্তে মোট মেট্রো পরিষেবার সংখ্যাও বাড়ানো হচ্ছে। এতদিন রবিবার সারাদিনে মোট ১১০টি ট্রেন চালানো হতো। কিন্তু আগামী ১ জুলাই থেকে ১২৪টি ট্রেন চালানো হবে। শনিবার সারাদিনে ২২৪টির বদলে ২৩৬টি ট্রেন চলবে। এর পাশাপাশি সোম থেকে শুক্রবারের মধ্যে সকাল সাতটা থেকে আটটার মধ্যে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে বলেও জানা গিয়েছে।
গত কয়েক বছরে শনি এবং রবিবারও মেট্রোর যাত্রী সংখ্যা অনেকটা বেড়েছে। পরিষেবার মান বাড়াতে যাত্রীদের মতামত চেয়ে সমীক্ষাও করেছিল মেট্রো কর্তৃপক্ষ। সেখানেও বহু যাত্রী শনিবার এবং বিশেষত রবিবার মেট্রোর সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন।